TRENDING:

Eco Park New Timing: শীতের শুরুতেই বদলে গেল ইকো-পার্কের সময়সূচি, সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন

Last Updated:
Eco Park New Timing: শীতের শুরুতেই পরিবর্তন করা হল নিউটাউন ইকোপার্কে প্রবেশের সময়সূচি। আগত দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নভেম্বর মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে।
advertisement
1/5
শীতের শুরুতেই বদলে গেল ইকো-পার্কের সময়সূচি, সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন
*উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: শীত পড়তেই ধীরে ধীরে ভিড় বাড়ছে শহরতলীর বিনোদন পার্কগুলিতে। যার মধ্যে ইকোপার্ক অন্যতম। জাঁকিয়ে ঠান্ডা না পড়লেও, ঠান্ডার আভাস ইতিমধ্যেই পেতে শুরু করেছে রাজ্যবাসী। আগত পর্যটকদের সুবিধা কথা মাথায় রেখে তাই শীতকালীন সময়ে ইকো পার্কের প্রবেশের সময়সূচি করা হল পরিবর্তন।
advertisement
2/5
*বলা যায় শীতের শুরুতেই পরিবর্তন করা হল নিউটাউন ইকোপার্কে প্রবেশের সময়সূচি। আগত দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নভেম্বর মাস থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে।
advertisement
3/5
*পার্ক কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত ইকোপার্ক খোলা থাকবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট পর্যন্ত। সোমবার পার্ক সম্পূর্ণ বন্ধ। পাশাপাশি জানানো হয়েছে, সন্ধ্যা ৭টার পর থেকে টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।
advertisement
4/5
*এই নতুন সময়সূচি চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছরই শীতকালে সূর্যাস্তের সময় আগে হওয়ায় দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে এমন পরিবর্তন আনা হয় বলে জানিয়েছে হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন HIDCO।
advertisement
5/5
*শীতকালীন সময়ে ইকোপার্কে প্রতিদিন কয়েক হাজার পর্যটকরা ঘুরতে আসেন। তাই শীতের মরসুমে বেড়ানোর ভিড় বাড়লেও, নতুন সময়সূচির কারণে প্রবেশ ও প্রস্থান ব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে বলে আশা করেছে কর্তৃপক্ষ। দিন ছোট হয়ে যাওয়ার কারণে, বাড়তি এই সময় চুটিয়ে উপভোগ করতে পারবেন সকলে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Eco Park New Timing: শীতের শুরুতেই বদলে গেল ইকো-পার্কের সময়সূচি, সপ্তাহান্তে ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে জানুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল