Eco Friendly Plate: জঙ্গলকে ভরসা করে স্বনির্ভর হওয়ার চেষ্টায় আদিবাসী মহিলারা, বাড়ছে ব্যবসা
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
Eco Friendly Plate: জঙ্গল তাঁদের জীবন। সেই জঙ্গলের ভরসাতেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আদিবাসী মহিলারা। ধীরে ধীরে বাড়ছে ব্যবসা, হচ্ছে আয়
advertisement
1/6

জঙ্গল ঘেরা এলাকায় বসবাস। জঙ্গল ওঁদের কাছে সব। সেই জঙ্গলকে কেন্দ্র করেই স্বনির্ভর হওয়ার চেষ্টা চালাচ্ছেন কাঁকসা জঙ্গলমহলের আদিবাসী মহিলারা।
advertisement
2/6
শালপাতার থালা তৈরি করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন জঙ্গলমহলের বিভিন্ন আদিবাসী গ্রামগুলির মহিলারা। কৃষিকাজের সময় বাদ দিয়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শালপাতা তৈরির জন্য পরিশ্রম করছেন।
advertisement
3/6
সকাল সকাল গ্রামের মহিলারা চলে যান জঙ্গল থেকে শালপাতা সংগ্রহ করতে। শালপাতা সেলাই করার জন্য বিশেষ ধরনের একটি ঘাসও সংগ্রহ করেন।
advertisement
4/6
এরপর বাড়িতে শুরু হয় শালপাতাগুলিকে একসঙ্গে জুড়ে পাতা তৈরির কাজ। সেখানে পরিবারের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এরপর কয়েক হাজার পাতা তৈরি হলে সেগুলি চলে যায় বাজারে বিক্রির জন্য।
advertisement
5/6
শালপাতার থালা তৈরির মাধ্যমে স্বনির্ভর হওয়ার চেষ্টা চালাচ্ছেন সোনামণি হেমব্রম। তিনি বলছেন, হাতে শালপাতার থালা তৈরি করতে সময় বেশি লাগে। যদি শালপাতা তৈরির মেশিন পেতেন তাহলে কাজে আরও সুবিধা হত।
advertisement
6/6
উল্লেখ্য, গত কয়েক বছরে থার্মোকলের পাতার ব্যাপকভাবে চাহিদা বেড়েছিল। কিন্তু সেগুলি পরিবেশের জন্য বেশ ক্ষতিকর। তাই আবার শালপাতার থালা, বাটির চাহিদা বাড়ছে। সেই সুযোগে আদিবাসী মহিলারা চেষ্টা করছেন স্বনির্ভর হওয়ার।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Eco Friendly Plate: জঙ্গলকে ভরসা করে স্বনির্ভর হওয়ার চেষ্টায় আদিবাসী মহিলারা, বাড়ছে ব্যবসা