Easy Sandwich Recipe:পাউরুটি, আলু, ডিম, মেয়োনিজ...সহজ জিনিসে বাড়িতেই চটজলদি বানান ‘চাঁদমামার স্যান্ডউইচ’
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Easy Moon Sandwich Recipe:স্যান্ডউইচ তো অনেক খেয়েছেন। কিন্তু মুন স্যান্ডউইচ খেয়েছেন কি। না খেয়ে থাকলে এবার বাড়িতে তৈরি করুন এই মুন স্যান্ডউইচ।
advertisement
1/6

স্যান্ডউইচ তো অনেক খেয়েছেন। কিন্তু মুন স্যান্ডউইচ খেয়েছেন কি। না খেয়ে থাকলে এবার বাড়িতে তৈরি করুন এই মুন স্যান্ডউইচ।
advertisement
2/6
এই স্যান্ডউইচ তৈরি করতে লাগবে পাউরুটি, আলু, ডিম, মেয়নিজ, ধনেপাতা, বাটার, চানাচুর ও সস।
advertisement
3/6
প্রথমে পাউরুটিগুলিকে কেটে গোল করে নিতে হবে। এরপর আলু, ডিম, ধনেপাতা কুচি একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এরপর এই মিশ্রণের সঙ্গে মেয়নিজ মেশাতে হবে।
advertisement
4/6
গোল পাউরুটির টুকরোগুলি মাঝখান দিয়ে কেটে ২ ভাগ করতে হবে। এরপর তৈরি করা মিশ্রণটি মাঝে দিয়ে চাপতে হবে। এভাবে করে ৩ পিস পাউরুটি একসঙ্গে জোড়া লাগাতে হবে।
advertisement
5/6
মুন স্যান্ডউইচের গোলাকার পাশটিতে সস দিয়ে দিতে হবে। তার উপর ছড়িয়ে দিতে হবে চানাচুর। তাহলেই তৈরি হয়ে যাবে মুন স্যান্ডউইচ।
advertisement
6/6
এই মুন স্যান্ডউইচ তৈরি করা খুবই সহজ। বাড়িতেই এই ফুড আইটেমটি তৈরি করতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Easy Sandwich Recipe:পাউরুটি, আলু, ডিম, মেয়োনিজ...সহজ জিনিসে বাড়িতেই চটজলদি বানান ‘চাঁদমামার স্যান্ডউইচ’