Indian Railways: যাত্রীদের চাহিদা মেটাতে বিশাল ব্যবস্থা রেলের, চলতি বছরে স্পেশাল ট্রেন দিয়ে প্রায় রেকর্ড পূর্ব রেলের
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Eastern Railways Special Train: যাত্রী সুবিধার্থে পূর্ব রেল বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, সেই দিক থেকে চলতি বর্ষে বহু স্পেশ্যাল ট্রেন চালিয়েছে পূর্ব রেল
advertisement
1/6

চলতি বছরে পূর্ব রেলওয়ে মোট কত গুলি স্পেশাল ট্রেন পরিষেবা দিয়েছে জানেন? যাত্রীদের সুবিধার্থে নানা বিধ উদ্যোগ নিয়ে চলেছে ভারতীয় রেল। যাত্রী সুরক্ষা থেকে আরামদায়ক যাতায়াত সবদিক থেকে উন্নত পরিষেবা দিতে বদ্ধপরিকর ভারতীয় রেল। দেশের জনসংখ্যার সর্বোচ্চ মানুষ রেল পরিষেবার উপর যাতায়াত নির্ভর। এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত সর্বসাধারণের নাগালের মধ্যে রেল যাত্রা। (রাকেশ মাইতি)
advertisement
2/6
সেই দিক থেকে চলতি বর্ষে পূর্ব রেল ৩৭০টি স্পেশাল ট্রেন পরিষেবা দিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি যাত্রীদের বিভিন্ন চাহিদা মিটিয়েছে। যাতে তারা বিশেষ উপলক্ষ্য এবং উৎসবগুলিতে তাদের গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করেছে। এপ্রিল থেকে জুন পর্যন্ত গ্রীষ্মের মাসগুলিতে, পূর্ব রেলওয়ে নিউ জলপাইগুড়ি –শিয়ালদা, হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি -হাওড়া ,হাওড়া –রাক্সল, রাক্সল-হাওড়া ,দুমকা-রাঁচি এবং কলকাতা-পুরী, পুরী-কলকাতা-এর মতো রুটগুলিতে গ্রীষ্মকালীন ৯২ টি বিশেষ ট্রেন চালু করেছে।
advertisement
3/6
এই পরিষেবা গুলির মূল লক্ষ্য ছিল ছুটির মরসুমে অতিরিক্ত যাত্রীর উন্নত পরিষেবা দেওয়া। এছাড়াও, জুলাই এবং আগস্ট মাসে, ধর্মীয় উৎসবে অংশগ্রহণকারী ভক্তদের ভ্রমণের সুবিধার্থে পূর্ব রেলওয়ে ২২ টি শ্রাবণী মেলা বিশেষ ট্রেন পরিচালনা করেছে। দুর্গাপূজা, দীপাবলি এবং ছট উৎসবের মরসুমে, পূর্ব রেলওয়ে সেপ্টেম্বর থেকে পুজো এবং ছট বিশেষ ট্রেন চালু করে। যা ডিসেম্বরের প্রথমার্ধে আরও বাড়ানো হয়েছিল। এইরকম ১৪০ টি ট্রেন পরিচালনা করা হয়েছিল। এই উদ্যোগে দীপাবলীর পরবর্তী ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং ছুটির মরসুমে যাত্রীদের সুবিধার্থে পরিষেবা।
advertisement
4/6
বছরের শেষের উৎসবে পূর্ব রেলওয়ে ডিসেম্বর মাসে শীতকালীন বিশেষ এবং হলিডে স্পেশাল ৬২ টি ট্রেন চালু করেছে। যা ক্রিসমাস এবং নববর্ষের সময় যাত্রী চলাচলের সুবিধা করেছে।
advertisement
5/6
হোলির ভিড়ের সময় পূর্ব রেলওয়ে শিয়ালদহ, হাওড়া, মালদা এবং আসানসোল বিভাগের পরিষেবা সহ পূর্ব রেলের ৪০ টি হোলি স্পেশাল ট্রেন পরিচালনা করেছে।
advertisement
6/6
আসন সংরক্ষণ আরও বাড়াবার জন্য পূর্ব রেলওয়ে হাওড়া, শিয়ালদা ও আসানসোলের মত প্রধান শহরগুলি থেকে আরও ১১ টি অসংরক্ষিত স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। এই ট্রেনগুলি ছাড়াও পূর্ব রেলওয়ে যাত্রীদের চাহিদা মেটাতে আরও অন্যান্য বেশ কয়েকটি বিশেষ ট্রেন পরিচালনা করেছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: যাত্রীদের চাহিদা মেটাতে বিশাল ব্যবস্থা রেলের, চলতি বছরে স্পেশাল ট্রেন দিয়ে প্রায় রেকর্ড পূর্ব রেলের