TRENDING:

Durga Puja special train: পুজোয় ঘুরতে যাওয়ার টিকিট পাচ্ছেন না? হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা, জানুন বিস্তারিত

Last Updated:
Indian Railways special train: পুজোয় সুখবর। অতিরিক্ত ৫৩,০০০ আসন বিশিষ্ট হাওড়া-পটনা বিশেষ ট্রেন চালাতে উদ্যোগী ভারতীয় রেল।
advertisement
1/6
পুজোয় ঘুরতে যাওয়ার টিকিট পাচ্ছেন না? হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা
পুজোয় সুখবর। ৫৩,০০০ আসন বিশিষ্ট হাওড়া-পটনা বিশেষ ট্রেন চালাতে উদ্যোগী ভারতীয় রেল। পুজোয় বিহার থেকে প্রচুর মানুষ বাংলায় আসেন, এই ট্রেন চালুর মাধ্যেমে অনেক মানুষের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
2/6
যারা এই ছুটিতে ভ্রমণ করতে ইচ্ছুক তাদের জন্য আরও সুবিধাজনক করে তুলতে রেলের নানা উদ্যোগ। মসৃণ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে তৎপর ভারতীয় রেল।
advertisement
3/6
পুজো, দিওয়ালি এবং ছটের মতো অনুষ্ঠানে মানুষকে পরিষেবা দিতে তৎপর ভারতীয় রেল। এবার যাত্রীদের অতিরিক্ত ভিড় দূর করার জন্য পূর্ব রেলওয়ে হাওড়া এবং পাটনার মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
4/6
০২০২৩ হাওড়া-পাটনা স্পেশাল হাওড়া ছাড়বে ১৪:১৫ টায়। প্রতি রবিবার 06.10.2024 থেকে 29.12.2024 (১৩ ট্রিপ) তারিখ পর্যন্ত এই ট্রেন চলবে। পটনা পৌঁছবে রাত ২২:৩০-এ।
advertisement
5/6
একই দিনে ০২০২৪ পাটনা-হাওড়া স্পেশাল পাটনা ছাড়বে ভোর ০৫:৩০টায়। প্রতি রবিবার 06.10.2024 থেকে 29.12.2024 (১৩ট্রিপ পর্যন্ত চলবে এই ট্রেন। পটনা থেকে ছেড়ে হাওড়া পৌঁছবে দুপুর ১টা ২৫-এ।
advertisement
6/6
একই দিনে ট্রেনটি ঝাঝা, জাসিডি, মধুপুর, জামতারা, চিত্তরঞ্জন, আসানসোল এবং দুর্গাপুর স্টেশন-সহ ১৫টি স্টেশনে থামবে। ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণী এবং এসি চেয়ার কার থাকার ব্যবস্থা থাকবে। স্পেশাল ট্রেনের বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে বলে জানা গেছে রেল সূত্রে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja special train: পুজোয় ঘুরতে যাওয়ার টিকিট পাচ্ছেন না? হাওড়া থেকে বিশেষ ট্রেনের ঘোষণা, জানুন বিস্তারিত
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল