Indian Railways: দুর্গাপুজোয় ভিড় সামলাতে পূর্ব রেলের বিরাট উপহার, বীরভূম পাচ্ছে বিশেষ ট্রেন, চলবে কখন জানুন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sudipta Garain
Last Updated:
Indian Railways: দুর্গাপুজোয় বীরভূমবাসীর জন্য পূর্ব রেলের বিশেষ চমক, সিউড়ি-অন্ডাল রুটে চারদিন চলবে পুজো স্পেশ্যাল মেমু ট্রেন।
advertisement
1/5

*সিউড়ি, সুদীপ্ত গড়াই: দুর্গাপুজো ঘিরে বাড়তে থাকা যাত্রীচাপ সামলাতে পূর্ব রেলের আসানসোল ডিভিশন এবার বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। বীরভূম জেলার মানুষের সুবিধার্থে অন্ডাল-সিউড়ি রুটে পুজো স্পেশ্যাল মেমু ট্রেনের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।
advertisement
2/5
*২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই বিশেষ ট্রেন চলবে। অন্ডাল থেকে দুপুর ১'টা নাগাদ ছাড়বে এবং বেলা ২ঃ২০ মিনিটে সিউড়ি পৌঁছবে। ফের সিউড়ি থেকে বিকেল ৩ঃ৩০ মিনিটে ছাড়বে এবং ৪ঃ৫০ মিনিটে অন্ডাল পৌঁছবে। দু’দিকেই সমস্ত স্টেশনে থামবে এই পুজো স্পেশ্যাল মেমু।
advertisement
3/5
*একই সময়ে যাত্রীদের জন্য আসানসোল-দুর্গাপুর রুটে অতিরিক্ত মেমু স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আসানসোল থেকে সন্ধ্যা ৭টা এবং দুর্গাপুর থেকে রাত ৯ঃ৩০ মিনিটে ছাড়বে এই ট্রেন, পথে কালিপাহাড়ি, রানিগঞ্জ, অন্ডাল ও ওয়ারিয়া স্টেশনে থামবে।
advertisement
4/5
*প্রতি বছর দুর্গাপুজোর সময় সিউড়ি শহর ও আশপাশে প্রচুর ভিড় হয়। প্যান্ডেল হপিং, কেনাকাটা কিংবা আত্মীয়-স্বজনের বাড়ি যাতায়াতের জন্য অতিরিক্ত ট্রেনের দাবি থাকে। এবার পূর্ব রেলের এই সিদ্ধান্ত যাত্রীদের অনেকটাই স্বস্তি দেবে।
advertisement
5/5
*দুর্গাপুজোর আনন্দে মেতে উঠতে এবার সিউড়ির মানুষ পাবেন বাড়তি রেল সুবিধা। অন্ডাল-সিউড়ি পুজো স্পেশ্যাল মেমু চালু হওয়ায় উৎসবের দিনগুলিতে যাতায়াত হবে ঝামেলাহীন ও আরও আনন্দদায়ক।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Indian Railways: দুর্গাপুজোয় ভিড় সামলাতে পূর্ব রেলের বিরাট উপহার, বীরভূম পাচ্ছে বিশেষ ট্রেন, চলবে কখন জানুন