TRENDING:

East Medinipur News: বাংলায় ফের নতুন জেলা? জোর কদমে উঠে গেল দাবি! কোন কোন জায়গা নিয়ে নতুন জেলার দাবি জানেন? বড় চমক কিন্তু

Last Updated:
East Medinipur News: অবিভক্ত মেদিনীপুরকে ভাগ করে তৈরি হয়েছিল তিনটি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম।
advertisement
1/6
বাংলায় ফের নতুন জেলা? জোর কদমে উঠে গেল দাবি! কোন কোন জায়গা নিয়ে নতুন জেলার দাবি জানেন?
ফের দক্ষিণ মেদিনীপুর নামে নতুন জেলা গড়ার ডাক উঠল। পূর্ব মেদিনীপুর জেলা ভেঙে দক্ষিণ মেদিনীপুর জেলা গড়ার দাবি তুলেছেন স্থানীয় নাগরিকরা। ভারতের স্বাধীনতা সংগ্রামে অবিভক্ত মেদিনীপুরের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রযুক্তি, সবক্ষেত্রেই মেদিনীপুর ছিল একেবারে শীর্ষে। কিন্তু অবিভক্ত মেদিনীপুরকে ভাগ করে তৈরি হয়েছিল তিনটি জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। (তথ। ও ছবি : মদন মাইতি)
advertisement
2/6
অবিভক্ত মেদিনীপুরের ইতিহাস রাজ্যবাসীর কাছে গৌরবের। তবে প্রশাসনিক সমস্যার কারণে এই বৃহৎ জেলাকে ভাগ করা হয়েছিল। আবারও নতুন করে দাবি উঠছে পূর্ব মেদিনীপুরকে ভাগ করার। বিভিন্ন মহল থেকে মত উঠে আসছে, প্রশাসনকে আরও সহজলভ্য করা এবং মানুষের সমস্যা দ্রুত সমাধান করার জন্য মেদিনীপুরকে ভাগ করে দক্ষিণ মেদিনীপুর গড়া প্রয়োজন। তাই দক্ষিণ মেদিনীপুর গড়ার প্রস্তাবকে ঘিরে এলাকায় আলোচনা তীব্র হচ্ছে।
advertisement
3/6
২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর রাজ্যে ইতিমধ্যেই চারটি নতুন জেলা গড়ে উঠেছে। আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলা পেয়েছেন রাজ্যবাসী। পূর্ব মেদিনীপুর জেলাকে আরও ছোট জেলায় ভাগ করার দাবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পূর্ব মেদিনীপুর ভেঙে দক্ষিণ মেদিনীপুর গড়লে প্রশাসন হবে আরও গতিশীল বলে দাবি তুলছেন নাগরিকেরা।।
advertisement
4/6
দক্ষিণ মেদিনীপুর জেলার সদর শহর হিসেবে কাঁথিকে প্রতিষ্ঠা করার দাবি উঠেছে। কাঁথি ভৌগোলিকভাবে সহজ যোগাযোগ ব্যবস্থা এবং উন্নয়নের সুযোগের জন্য উপযুক্ত স্থান। তাই পটাশপুর, এগরা, রামনগর, কাঁথি, ভগবানপুর ও খেজুরিকে নিয়েই নতুন জেলা গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই এলাকাগুলি নিয়ে গড়ে উঠলে উন্নয়ন কার্যক্রম আরও দ্রুত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
advertisement
5/6
খেজুরির হেঁড়িয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে নাগরিকেরা এই দাবিকে সামনে আনেন। তারা জানান, পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যদি জেলা ভাগ হয় তবে প্রশাসনিক সুবিধা সাধারণ মানুষের কাছে আরও সহজে পৌঁছে যাবে। বৈঠকে উপস্থিত বিশিষ্টজনেরা জানান, আগামী দিনে প্রশাসনের কাছে তারা এই দাবি জানাবেন।
advertisement
6/6
বৈঠকে উপস্থিত এক নাগরিক বিমান কুমার নায়ক বলেন, “আমরা চাই পূর্ব মেদিনীপুরকে ভাগ করে দক্ষিণ মেদিনীপুর জেলা গড়া হোক। কাঁথিকে সদর শহর করা হলে পটাশপুর, খেজুরি, রামনগর ও ভগবানপুরের মানুষের সমস্যা দ্রুত সমাধান হবে। জেলার বিভাজনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য এবং প্রশাসন, সব ক্ষেত্রেই মানুষকে আরও বেশি সুবিধা দেওয়া সম্ভব হবে।”
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: বাংলায় ফের নতুন জেলা? জোর কদমে উঠে গেল দাবি! কোন কোন জায়গা নিয়ে নতুন জেলার দাবি জানেন? বড় চমক কিন্তু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল