TRENDING:

East Burdwan News: শীতের ভোরে দুর্ঘটনা ঠেকাতে 'দাওয়াই' হাতে রাস্তায় ট্রাফিক পুলিশ! এক চুমুকে ঘুম ছু-মন্তর, চাঙ্গা চালক

Last Updated:
East Burdwan News: গুসকরার জাতীয় সড়কে গাড়ি চালকদের চা ও জল বিলি করছেন ট্রাফিক পুলিশ। শীতের ভোরে চালকদের ঘুমের রেশ কাটাতে জল, চা, বিস্কুট খাইয়ে সতেজ করা হচ্ছে। পথ দুর্ঘটনার ঝুঁকি কমাতে পুলিশের এমন সচেতনতা কর্মসূচি।
advertisement
1/6
শীতের ভোরে গাড়ি থামিয়ে চালকদের চা-বিস্কুট খাওয়াচ্ছে ট্রাফিক পুলিশ! মানবিক দৃশ্য
গুসকরার জাতীয় সড়কে পরপর দুর্ঘটনা ঘটতে থাকায় প্রশাসনের উদ্বেগ বাড়ছে। গত তিন মাসে দু'টি বড় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দু’জন পথচারি ও যাত্রী। শীতের শুরুতে ভোরে কুয়াশা ঘন হওয়া এবং দীর্ঘক্ষণ গাড়ি চালানোর ক্লান্তিতে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/6
রবিবার ভোর থেকেই গুসকরা শহরের কাছে বলগোনা মোড়ে গাড়ি চালকদের চা ও জল বিলি করছেন ট্রাফিক বিভাগের আধিকারিকেরা। তাঁদের দাবি, এর ফলে চালকদের ক্লান্তি কমবে এবং সতর্কতা বাড়বে। পথ দুর্ঘটনা রোধে এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় মানুষজন।
advertisement
3/6
এই উদ্যোগ প্রসঙ্গে পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুরজিৎ দে জানান, “গুসকরা সংলগ্ন রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ। সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অংশ হিসাবেই ভোরে গাড়ি চালকদের চা, জল দিয়ে সতর্ক থাকার বার্তা দিচ্ছি।”
advertisement
4/6
নবাবহাট থেকে গুসকরা হয়ে আউশগ্রামের ভেদিয়ার অবন সেতু পর্যন্ত ১১৪ নম্বর জাতীয় সড়কটি প্রায় ৪৬ কিলোমিটার দীর্ঘ। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের সংযোগকারী এই সড়কে সারাদিন প্রচুর ভারী যান চলাচল করে। বলগোনা মোড়, বড়া চৌমাথা-সহ কয়েকটি এলাকায় প্রায়ই বড়সড় দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, গত এক বছরে এই পথে ৩০–৪০টি ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
advertisement
5/6
ট্রাফিক ওসি আশীষ কুমার লায়েকের নেতৃত্বে চালু হওয়া এই কর্মসূচিতে গুসকরায় প্রবেশের আগে থামিয়ে চালকদের দেওয়া হচ্ছে চা, জল এবং দু’টি করে বিস্কুট। পুলিশের মতে, ভাল রাস্তায় দীর্ঘক্ষণ গাড়ি চালালে একঘেয়েমি ও ক্লান্তি আসে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই আগে থেকেই চালকদের সতেজ করাই তাঁদের লক্ষ্য।
advertisement
6/6
পথ দুর্ঘটনা প্রতিরোধে পুলিশের এই সচেতনতা কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বহু গাড়িচালক ও স্থানীয় বাসিন্দা। তাদের মতে, নিয়মিত নজরদারি, সতর্কতা বৃদ্ধি এবং এ ধরনের মানবিক উদ্যোগ দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Burdwan News: শীতের ভোরে দুর্ঘটনা ঠেকাতে 'দাওয়াই' হাতে রাস্তায় ট্রাফিক পুলিশ! এক চুমুকে ঘুম ছু-মন্তর, চাঙ্গা চালক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল