এটা ছাড়া রান্না তো অসম্ভব! সেই আলুরও কি দাম বাড়বে? বৃষ্টির পরে হেঁশেলে নতুন চিন্তা
- Published by:Rachana Majumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার রাত পর্যন্ত বন্ধ হয়নি। কোনও কোনও জায়গায় ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে।
advertisement
1/6

নিম্নচাপের বৃষ্টিতে পূর্ব বর্ধমান জেলায় আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাথায় হাত চাষিদের। বুধবার থেকে টানা বৃষ্টির জেরে সদ্য মাঠে বসানো আলু পচে যাবে বলে আশংকা করছেন চাষিরা। কৃষি দফতরের প্রথমিক রিপোর্ট অনুযায়ী জেলার প্রায় ৪২ হাজার হেক্টর আলু জমিতে বৃষ্টির প্রভাবে ক্ষতির আশঙ্কা। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বিস্তারিত রিপোর্ট সংগ্রহের কাজ চলছে।
advertisement
2/6
বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি বৃহস্পতিবার রাত পর্যন্ত বন্ধ হয়নি। কোনও কোনও জায়গায় ৫০ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। স্বাভাবিকভাবে কম সময়ে এত বেশি বৃষ্টিপাত হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে। নিকাশি হতে পারছে না। জামালপুর, শক্তিগড়, কালনা, পূর্বস্হলী সর্বত্র এক চিত্র।
advertisement
3/6
চাষিরা বলছেন, আমরা আলু চাষ করি ঋণ নিয়ে। সবে আলু বীজ বসানো হয়েছে জমিতে। যে হারে বৃষ্টিপাত হয়েছে তাতে জমিতে অনেকটা করে জল জমে রয়েছে। জল বসে আলুবীজ নষ্ট হয়ে যাবে। নতুন করে আলুবীজ বসাতে গেলে বিপুল খরচ। আর ফলনও ভাল মিলবে না।
advertisement
4/6
কৃষি ও উদ্যানপালন দফতর সূত্রে জানা গিয়েছে, এই মরশুমে জেলায় ৭০ হাজার হেক্টরে আলু চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। তার মধ্যে ৬০ শতাংশ জমিতে অর্থাৎ ৪২ হাজার হেক্টরে আলু বীজ বসানো হয়ে গিয়েছে। প্রবল বর্ষণে জমিতে জল জমে থাকায় সদ্য বাসানো আলুবীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
advertisement
5/6
বহু ব্লকেই জমি কার্যত জলের তলায় চলে গিয়েছে। জেলার মধ্যে কালনা-১ ও ২,পূর্বস্থলী-১ ও ২, মেমারি-১ ও ২, জামালপুর, রায়না-১ ও ২ সহ বিভিন্ন ব্লকে প্রচুর পরিমাণে আলু চাষ হয়ে থাকে। কৃষি দফতর ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরির কাজ শুরু করেছে।
advertisement
6/6
জেলা কৃষি দফতরের সহকারি উপ কৃষি অধিকর্তা সুকান্ত মুখোপাধ্যায় জানান, আলু জমি থেকে দ্রুত জল বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জমি জল জমে থাকলে আলুবীজ পচে যেতে পারে। আবহাওয়ার উন্নতি হলে সমস্যা হবে না। যাঁরা গোটা আলু বীজ জমিতে বসিয়েছেন তাঁদের ক্ষতির সম্ভাবনা কম।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
এটা ছাড়া রান্না তো অসম্ভব! সেই আলুরও কি দাম বাড়বে? বৃষ্টির পরে হেঁশেলে নতুন চিন্তা