TRENDING:

Art Exhibition: ​'নেচার অফ দা ক্যানভাস'! বর্ধমানে শুরু আন্তর্জাতিক আর্ট ওয়ার্কশপ ২০২৫, দেশ-বিদেশের শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী, দেখুন

Last Updated:
East Bardhaman Art Exhibition: বর্ধমানের উদয়পল্লী জোড়বাঁধে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ এন্ড এক্সিবিশন ২০২৫। এই ওয়ার্কশপের থিম 'নেচার অফ দা ক্যানভাস'। এসেছেন বিভিন্ন দেশ ও রাজ্যের শিল্পীরা।
advertisement
1/5
প্রকৃতির কোলে শিল্পের অনন্য মেলবন্ধন! বর্ধমানে শুরু আন্তর্জাতিক আর্ট ওয়ার্কশপ ও প্রদর্শনী
পুরো একটি এলাকা যেন সেজে উঠেছে এক ভিন্ন শিল্পে, এলাকা জুড়ে উৎসবের আমেজ। বিভিন্ন দেশ, রাজ্যে ও জেলা থেকে এসেছেন শিল্পীরা। এছাড়াও রয়েছেন বর্ধমানের শিল্পীরা। কেউ গাছ তলায় বসে আঁকছেন ছবি তো কেউ আবার প্রাকৃতিক বিভিন্ন জিনিস দিয়েই ফুটিয়ে তুলছেন তাদের শিল্পকর্ম। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
বর্ধমানের উদয়পল্লী জোড়বাঁধে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল আর্ট ওয়ার্কশপ এন্ড এক্সিবিশন ২০২৫। আর এই ওয়ার্কশপের থিম 'নেচার অফ দা ক্যানভাস'। তাই প্রকৃতির মাঝে বসেই কেউ ক্যানভাসে তো আবার কেউ প্রকৃতির বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তুলছেন তাদের শিল্পকর্ম। এই ওয়ার্কশপ ও এক্সিবিশনে বিভিন্ন দেশের শিল্পীদের পাশাপাশি অংশগ্রহণ করেছেন প্রায় ১৫০ জন শিল্পী।
advertisement
3/5
ভারতীয় সংস্কৃতি ও প্রকৃতির সঙ্গে যেন মিলে মিশে গিয়েছে বিভিন্ন দেশ ও রাজ্যের সংস্কৃতি। ঘটেছে এক অনন্য মেলবন্ধন। প্রকৃতির সঙ্গে শিল্পের এই মেলবন্ধন দেখে আপ্লুত বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীরাও। আর শিল্পীদের এই শিল্পকর্ম দেখতে ভিড় জমাচ্ছেন এলাকার ৮ থেকে ৮০ সকলেই।
advertisement
4/5
এই ধরনের উদ্যোগ এলাকায় প্রথম যেখানে জেলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে এসেছেন শিল্পীরা। এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় মন্ডল বলেন, সামনাসামনি বিভিন্ন শিল্পীদের ছবি আঁকা দেখে একদিকে যেমন ছবি আঁকার প্রতি আরও আগ্রহী হবে ছোটরা তেমনই উৎসাহিত হবেন অভিভাবকরাও।
advertisement
5/5
শ্রীলঙ্কান শিল্পী ঈশানী বলেন, "শিল্প প্রকৃতির উপর ভিত্তি করে তৈরি। আর এই আর্ট এক্সিবিশনের থিমও প্রকৃতির উপর তাই খুবই ভাল একটা অভিজ্ঞতা হল। আমি দেড় বছর ধরে ইন্ডিয়াতে আছি, শান্তিনিকেতন কলাভবনে পড়াশোনা করি। ইন্ডিয়া আমার খুবই ভাল লাগে।" (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Art Exhibition: ​'নেচার অফ দা ক্যানভাস'! বর্ধমানে শুরু আন্তর্জাতিক আর্ট ওয়ার্কশপ ২০২৫, দেশ-বিদেশের শিল্প ও সংস্কৃতির প্রদর্শনী, দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল