Winter: এত কম দামে সোয়েটার-জ্যাকেট! দার্জিলিং-সিকিম নয়, পাওয়া যাচ্ছে বর্ধমানে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
সিকিম, দার্জিলিংয়ের শীতের পোশাক এবার কম দামে পাবেন আপনার শহরেই। মিলবে নানান ফ্যাশনে সোয়েটার, টুপি,জ্যাকেট। শহরেই বসছে কাঞ্চনজঙ্ঘা ভুটিয়া মার্কেট।
advertisement
1/6

অনেকেরই ধারণা শীতের জায়গা অর্থাৎ দার্জিলিং, নেপাল, ভুটানে, সিকিমে শীতের পোশাকের দাম কম। তাই পাহাড়ে ঘুরতে গেলেই অনেকেই সোয়েটার, জ্যাকেট কিনে আনেন। কিন্তু আর আপনাকে শীতের পোশাক কিনতে যেতে হবে না বাইরে। কম দামে দার্জিলিং ও কাশ্মীরের শীতের পোশাক এবার পাবেন বর্ধমানেই। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
নভেম্বরে এখনও দিনের বেলা সেভাবে শীত না পড়লেও সন্ধ্যা পড়তেই বাড়ছে শীতের আমেজ। ভোরবেলা বইছে উত্তরের হওয়া। ধীরে ধীরে ডিসেম্বর মাস পরতেই বাড়বে শীতের প্রকোপ, তাপমাত্রার পারদ নামবে আরও কিছুটা আর তাই শীতের আমেজ লুটেপুটে নিতে প্রস্তুত সকলেই। শহরে বসেছে কাঞ্চনজঙ্ঘা ভুটিয়া মার্কেট। সেখানে শীতের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন শহরবাসী।
advertisement
3/6
শীত হোক বা গ্রীষ্ম সকলেই চান বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নানান ডিজাইনের কিন্তু যেহেতু সোয়েটার বেশিদিন পরা হয় না তাই অনেকেই খুব বেশি দাম দিয়ে তা কিনতে চান না। তাহলে কি ফ্যাশন করবেন না? এখন ফ্যাশন করতে পারবেন কম দামে। কারণ দার্জিলিং ও সিকিমের শীতের পোশাক এবার পাবেন শহর বর্ধমানে।
advertisement
4/6
বর্ধমান শহরের বড় নীলপুর এলাকায় বসেছে কাঞ্চনজঙ্ঘা ভুটিয়া মার্কেট। এখানে আপনি ৫৫০ টাকা থেকে শুরু করে ১৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন শীতের নানান পোশাক, তাও আবার সিকিম,দার্জিলিঙের। সোয়েটার, টুপি, জ্যাকেট হোক বা চাদর সবই আপনি পেয়ে যাবেন এখানে। রয়েছে পরপর ছটি দোকান। তাদের কেউ এসেছেন দার্জিলিং থেকে আবার কেউ এসেছেন সিকিম থেকে পোশাক বিক্রি করতে।
advertisement
5/6
এক বিক্রেতা জানান, দার্জিলিঙে তাদের পোশাকের ব্যবসার পাশাপাশি হোমস্টে ও রেস্টুরেন্ট রয়েছে। শীতের সময় দু-তিন মাসের জন্য তারা আসেন কলকাতা, দুর্গাপুর, আসানসোল সহ বিভিন্ন শহরে। সেখানেই ব্যবসা করেন আবার শীতের শেষে ফিরে যান বাড়ি।
advertisement
6/6
তিনি আরও বলেন, এখানে মানুষের মধ্যে ভালই সাড়া পাচ্ছেন তারা। আর দার্জিলিঙে তাদের নিজস্ব ম্যানুফ্যাকচারে তারা তৈরি হয় এই পোশাক। এই নিয়ে তিন বছর তারা আসছেন বর্ধমানে। এবছর বর্ধমানের বড়নীলপুর এলাকায় তারা ছয়টি দোকান করেছেন। শীতের পোশাক। তিন মাস এখানেই থাকবেন তারা। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter: এত কম দামে সোয়েটার-জ্যাকেট! দার্জিলিং-সিকিম নয়, পাওয়া যাচ্ছে বর্ধমানে