TRENDING:

East Bardhaman News: কালনা ছুটতে হবে না! এবার পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা, স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা

Last Updated:
East Bardhaman News: রাজ্যের মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্বস্থলীর মানুষ বড় উপকার পাবেন। আগে কালনা হাসপাতালে যেতে হত, এখন এখান থেকেই চিকিৎসা পরিষেবা মিলবে।”
advertisement
1/5
পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা! স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২৪ সালের মার্চ মাসেই শ্রীরামপুরের ১০০ বেডের গ্রামীণ হাসপাতালের ভবনের উদ্বোধন করেছিলেন। তখন থেকেই বহির্বিভাগ সহ বেশ কিছু পরিষেবা চালু হলেও ইনডোর পরিষেবা শুরু হতে সময় লাগছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মঙ্গলবার থেকে ইনডোর পরিষেবা চালু হল। (তথ্য ও ছবিঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবন উদ্বোধনের পর পাবলিক হেলথ ইউনিট, সিসিটিভি পরিষেবা সহ বহু গুরুত্বপূর্ণ পরিষেবা চালু হয়েছিল। তবে ডেলিভারি রুম প্রস্তুত না থাকায় ইনডোর পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছিল না। বিশেষ অনুমতি নিয়ে ডেলিভারি রুম নির্মাণ সম্পূর্ণ হওয়ার পরেই ইনডোর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
advertisement
3/5
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আগেই ভবন উদ্বোধন করেছিলেন। কিন্তু ডেলিভারি রুম সম্পূর্ণ না হওয়ায় ইনডোর শুরু করা সম্ভব হচ্ছিল না। বিশেষ অনুমতি পেয়ে কাজ শেষ হতেই আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইনডোর পরিষেবা শুরু হল।”
advertisement
4/5
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথও। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পূর্বস্থলীর মানুষ বড় উপকার পাবেন। আগে কালনা হাসপাতালে যেতে হত, এখন এখান থেকেই চিকিৎসা পরিষেবা মিলবে।” নিজের বক্তব্যে পরিষেবার বিস্তৃতি এবং মানুষের সুবিধার ওপর বিশেষ জোর দেন তিনি।
advertisement
5/5
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনার মহকুমা শাসক অহিংসা জৈন, নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, ব্লক স্বাস্থ্য আধিকারিক সিন্যক সোম সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ইনডোর পরিষেবা চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির পাশাপাশি প্রত্যাশা আরও বেড়েছে। (তথ্য ও ছবিঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: কালনা ছুটতে হবে না! এবার পূর্বস্থলীতেই মিলবে চিকিৎসা পরিষেবা, স্থানীয় হাসপাতালে শুরু হয়ে গেল ইনডোর পরিষেবা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল