Durga Idol: ফেলে দেওয়া ওষুধের প্যাকেট দিয়ে দুর্গা প্রতিমা! স্কুল শিক্ষকের তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Unique Durga Idol: ওষুধের খালি প্যাকেট ও এক্স-রে প্লেট দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন বর্ধমানের স্কুল শিক্ষক। গুসকরার রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক তপন দাস ৩১ দিনে এই অভিনব দুর্গা প্রতিমা তৈরি করেছেন।
advertisement
1/5

পূর্ব বর্ধমান জেলার গুসকরা শহরের বাসিন্দা তপন দাস শুধু একজন শিক্ষক নন, তিনি এক বহুমুখী প্রতিভাধর ব্যক্তি। গুসকরার রায় রামচন্দ্রপুর এন বি বিদ্যাপীঠের শিক্ষক তপনবাবুর আগ্রহ শুধুই শিক্ষকতাতেই সীমাবদ্ধ নয়। সাহিত্য, সৃজনশীলতা, শিল্পকলা, খেলাধূলা সবকিছুর প্রতিই তাঁর গভীর টান রয়েছে। এই আগ্রহের জোরেই তিনি সময়ে সময়ে তৈরি করেছেন এমন সব কাজ, যা সকলকে অবাক করেছে। <strong>(ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)</strong>
advertisement
2/5
এর আগেও তপনবাবু বাতিল সামগ্রী দিয়ে অভিনব সৃষ্টির নজির গড়েছেন। রথযাত্রার সময় তিনি কোনারকের সূর্য মন্দিরের প্রতিরূপ বানিয়েছিলেন। সেটিও ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছিল। কালীপুজোয় শুকনো কলাপাতা ও তার ছাল ব্যবহার করে তিনি মা কালীর প্রতিমা তৈরি করেছিলেন। প্রত্যেকবারই তাঁর নতুন চিন্তা এবং সৃজনশীলতার ছোঁয়া মানুষকে মুগ্ধ করেছে।
advertisement
3/5
এবারের দুর্গাপুজোয় এই শিক্ষক এক অভিনব দুর্গা প্রতিমা তৈরি করেছেন। সাধারণ কাদামাটি বা কাঠ নয়, তপনবাবু বেছে নিয়েছেন ওষুধের খালি প্যাকেট ও এক্স-রে প্লেট। সেগুলি দিয়েই তিনি ১৯ ইঞ্চি দৈর্ঘ্য ও প্রস্থের এক অনন্য দুর্গামূর্তি গড়ে তুলেছেন। এই প্রতিমা তৈরি করতে পুরো ৩১ দিন সময় লেগেছে। প্রতিদিন গভীর রাত পর্যন্ত তিনি এই প্রতিমা তৈরিতে মগ্ন থাকতেন।
advertisement
4/5
এই সৃষ্টির পিছনে রয়েছে বহু দিনের পরিশ্রম। প্রায় দু’বছর ধরে বিভিন্ন জায়গা থেকে ওষুধের খালি প্যাকেট সংগ্রহ করেছেন তপনবাবু। তাঁর স্কুলের সহকর্মীরাও এই কাজে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের উৎসাহ ও সহযোগিতাই তাঁকে প্রতিমা গড়ার জন্য আরও অনুপ্রাণিত করেছে।
advertisement
5/5
বহু শিল্পী কাঠ, মাটি কিংবা নানা ফেলে দেওয়া সামগ্রী দিয়ে প্রতিমা নির্মাণ করেন। তবে ওষুধের খালি প্যাকেট দিয়ে দুর্গামূর্তি তৈরি করা নিঃসন্দেহে অভিনব এবং বিরল। এই সৃজনশীলতার জন্য গর্বিত গুসকরা, গর্বিত পূর্ব বর্ধমান। তপন দাস আবারও প্রমাণ করলেন, প্রতিভা ও নিষ্ঠা থাকলে যেকোনও সাধারণ জিনিস দিয়েই অসাধারণ সৃষ্টি সম্ভব। <strong>(ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Idol: ফেলে দেওয়া ওষুধের প্যাকেট দিয়ে দুর্গা প্রতিমা! স্কুল শিক্ষকের তাক লাগানো হাতের কাজ, নিজের চোখেই দেখুন