TRENDING:

Durga Idol: ফেলে দেওয়া নাট-বোল্ট, পেরেক দিয়ে দশভুজা! বর্ধমানের শিল্পীর অভিনব ২ ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে হায়দরাবাদ

Last Updated:
অনন্য দুর্গা প্রতিমা, যার পুরোটা বানানো হয়েছে শুধুমাত্র রিসাইকেল করা উপকরণ দিয়ে। পরিবেশবান্ধব এই শিল্পকর্ম ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।
advertisement
1/5
ফেলে দেওয়া নাট-বোল্ট, পেরেক দিয়ে দশভুজা! বর্ধমানের শিল্পীর অভিনব ২ ফুটের দুর্গা প্রতিমা
পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজু বাগ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাধারণত মাটি, খড়, রঙ ও চটজাতীয় উপকরণ দিয়ে দেবী দুর্গার প্রতিমা তৈরি হয়। কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে রাজু তৈরি করেছেন এক অনন্য দুর্গা প্রতিমা, যার পুরোটা বানানো হয়েছে শুধুমাত্র রিসাইকেল করা উপকরণ দিয়ে। পরিবেশবান্ধব এই শিল্পকর্ম ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
ফেলে দেওয়া নাট-বোল্ট, পেরেক দিয়ে দশভুজা! বর্ধমানের শিল্পীর অভিনব ২ ফুটের দুর্গা প্রতিমা
রাজুর হাতে তৈরি এই প্রতিমা এবার পৌঁছবে হায়দরাবাদে। দুই ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমার অর্ডার এসেছে এক মহিলার কাছ থেকে, যিনি সোশ্যাল মিডিয়ায় রাজুর কাজ দেখে মুগ্ধ হয়েছিলেন। গত দুই সপ্তাহ ধরে রাজু ও তার সহযোগীরা নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এটাই প্রথম নয়, এর আগেও তিনি ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা ও সরস্বতীর প্রতিমা গড়ে নজর কেড়েছেন। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
এই প্রতিমায় ব্যবহার করা হয়েছে ফেলে দেওয়া নাট-বোল্ট, জিআই তার, কাঠ, লোহার ব্লেড, মরচে ধরা পেরেক, লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত জিনিসপত্র। শিল্পীর সৃজনশীলতায় এসব জঞ্জাল যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে। দেবীর মুখাবয়ব ও অসুর বধের ভঙ্গি স্পষ্ট করে দিচ্ছে যে যাকে আমরা আবর্জনা বলি, সঠিকভাবে ব্যবহার করলে তাও হতে পারে অসাধারণ শিল্পকর্ম।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
রাজুকে এই কাজে সহযোগিতা করেছেন এলাকার কয়েকজন যুবক। তাদের কথায়, শুধু এবার নয়, এর আগেও তাঁরা রাজুর সঙ্গে কাজ করে দুর্গা, সরস্বতী, হাঁস, মুরগি সহ থিমের নানা শিল্পকর্ম তৈরি করেছেন। পড়াশোনার পাশাপাশি এই কাজ করে কিছুটা হাতখরচও জোগাড় হয়, যা তাদের কাছে বড় একটা সাহায্য। একই সঙ্গে তারা আশা করছে, ভবিষ্যতে এই শিল্পকর্ম শিখে নিজেরাও সাবলম্বী হতে পারবে।তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
শিল্পী রাজু বাগের কথায়, “এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চাই পরিবেশবান্ধব চিন্তা আর পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও অনন্য শিল্প সৃষ্টি করা সম্ভব। আজকের দিনে এটাই সবচেয়ে জরুরি।” সত্যিই, তার এই সৃজনশীলতা প্রমাণ করছে, প্রকৃত শিল্পীর হাতে আবর্জনাও হয়ে উঠতে পারে অমূল্য সম্পদ। তথ্য ও ছবি বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Idol: ফেলে দেওয়া নাট-বোল্ট, পেরেক দিয়ে দশভুজা! বর্ধমানের শিল্পীর অভিনব ২ ফুটের দুর্গা প্রতিমা পাড়ি দিচ্ছে হায়দরাবাদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল