TRENDING:

ধেয়ে আসছে তুমুল বৃষ্টি...! চোখ রাঙাচ্ছে দামোদর, তড়িঘড়ি ফিল্ডে পুলিশ, যা করলেন এলাকায়

Last Updated:
East Bardhaman News: দামোদরের আপার ক্যাচমেণ্ট এলাকায় ভারী বৃষ্টির কারণে দামোদরের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে।
advertisement
1/6
ধেয়ে আসছে তুমুল বৃষ্টি...! চোখ রাঙাচ্ছে দামোদর, তড়িঘড়ি ফিল্ডে পুলিশ, যা করলেন এলাকায়
জামালপুরের বন্যাপ্রবণ এলাকা পরিদর্শন পুলিশ আধিকারিকদের। দামোদরের আপার ক্যাচমেণ্ট এলাকায় ভারী বৃষ্টির কারণে দামোদরের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ছে।
advertisement
2/6
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এদিন দুর্গাপুর ব্যারেজ থেকে সকাল ৭টা নাগাদ ৬৪ হাজার ২৫০ কিউসেক জল ছাড়া হয়েছে। এদিকে, আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
দামোদরের নিচু এলাকা বলে পরিচিত বর্ধমানের জামালপুর ব্লকের মাঠশিয়ালী, মুইদিপুর, শিয়ালি প্রভৃতি এলাকার পরিস্থিতি খতিয়ে দেখলেন বর্ধমান সদর দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল, জামালপুর থানার আইসি কৃপাসিন্ধু ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
advertisement
4/6
বিশেষত এই এলাকায় এসে দামোদর ভাগ হয়ে একটি সরাসরি হুগলির ওপর দিয়ে বয়ে গেছে, অন্যটি মুণ্ডেশ্বরী নামে প্রবাহিত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দামোদর থেকে বেশি পরিমাণ জল ছাড়া হলে এই এলাকাগুলি প্লাবিত হয়ে যায়।
advertisement
5/6
চলতি সময়ে অবিরাম বৃষ্টির ফলে একাধিক জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি। ফলে এই এলাকাগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা।
advertisement
6/6
আচমকা জল বাড়লে এলাকার মানুষকে কি কি করতে হবে সে সম্পর্কে এদিন অভিষেক মণ্ডল সচেতন করেন।একইসঙ্গে যে সমস্ত এলাকায় জল উঠছে সেখানে স্কুলে আশ্রয় নিতে বলা হয়েছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
ধেয়ে আসছে তুমুল বৃষ্টি...! চোখ রাঙাচ্ছে দামোদর, তড়িঘড়ি ফিল্ডে পুলিশ, যা করলেন এলাকায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল