East Bardhaman News: বাঙালি বিয়েতে নতুন ট্রেন্ড! বরের সুরক্ষায় আনা হল বাউন্সার বাহিনী, তাকিয়ে দেখল কাটোয়া শহর
- Reported by:Bonoarilal Chowdhury
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
East Bardhaman News: কয়েক বছর আগেও বাঙালি বিয়ে মানে ছিল ঐতিহ্য ও সাধারণ আয়োজন। কিন্তু সময় বদলেছে। এখন বিয়ে মানেই বাড়তি রমরমা, চমক এবং আধুনিকতার ছোঁয়া। সেই ধারাতেই এবার কাটোয়ায় দেখা গেল বরযাত্রীর সঙ্গে পেশাদার বাউন্সারের দল, যাদের কাজ বরকে নিরাপত্তা দেওয়া!
advertisement
1/5

বুধবার এক অভিনব বিয়ের সাক্ষী থাকল কাটোয়া শহর। বিয়ে করতে এলেন বর, সঙ্গে বাউন্সারের পুরো টিম! প্রথমে অনেকে ভেবেছিলেন নিশ্চয়ই কোনও বড়সড় ভিআইপি এসেছেন। কিন্তু না, সেই ‘বিশেষ সিকিউরিটি’ ছিল শুধুমাত্র বরের জন্যই। শহরবাসী এমন দৃশ্য দেখে অবাক হওয়ার পাশাপাশি বেশ মজা পেয়েছেন। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
কয়েক বছর আগেও বাঙালি বিয়ে মানে ছিল ঐতিহ্য ও সাধারণ আয়োজন। কিন্তু সময় বদলেছে। এখন বিয়ে মানেই বাড়তি রমরমা, চমক এবং আধুনিকতার ছোঁয়া। সেই ধারাতেই এবার দেখা গেল বরযাত্রীর সঙ্গে পেশাদার বাউন্সারের দল, যাদের কাজ বরকে নিরাপত্তা দেওয়া! এই অদ্ভুত দৃশ্য দেখে অনেকেই হাসতে হাসতে মোবাইল বের করে ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েন।
advertisement
3/5
বাউন্সারদের সঙ্গে ছিল বাইরে থেকে আনা ঘোড়ার গাড়ি। রাতের শহরে ঘোড়ার টগবগ শব্দের সঙ্গে বাউন্সারের দাপুটে উপস্থিতি, পুরো দৃশ্যটাই অনেকের সিনেমার শ্যুটিং মনে হচ্ছিল। পথচলতি মানুষ দাঁড়িয়ে গিয়ে সেই দৃশ্য উপভোগ করতে থাকেন। কাটোয়ার রাস্তায় এমন রাজকীয় বরযাত্রী সচরাচর দেখা যায় না।
advertisement
4/5
এই অনন্য আয়োজনের বর হলেন পানুহাট সংলগ্ন এলাকার বাসিন্দা অপূর্ব দেবনাথ। পেশায় সাধারণ ব্যবসায়ী হলেও নিজের বিয়েটিকে স্মরণীয় করে তুলতে তাঁর পরিকল্পনার শেষ ছিল না। অপূর্ব বলেন, “সবকিছু এখন জাঁকজমকভাবে হচ্ছে। আমারও ইচ্ছা ছিল বিয়ের দিনটা যেন অন্য সবার থেকে আলাদা হয়। তাই ঘোড়ার গাড়ি, বাউন্সার সবই করেছি।”
advertisement
5/5
সব মিলিয়ে বাঙালির বিয়ে এখন শুধুই রীতি নয়, হয়ে উঠছে আকর্ষণের কেন্দ্র। আধুনিকতা, রঙিন আয়োজন, অভিনবত্ব সব মিলে বিয়ে হয়ে উঠছে এক বড়সড় উৎসব। কাটোয়ার এই বিয়ে যেন সেটাই আবার প্রমাণ করে দিল। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বাঙালি বিয়েতে নতুন ট্রেন্ড! বরের সুরক্ষায় আনা হল বাউন্সার বাহিনী, তাকিয়ে দেখল কাটোয়া শহর