East Bardhaman News: প্রাচীন জনজাতি পুতুলনাচ চদর-বদর, আউশগ্রামে এখনও টিকে আছে এই ঐতিহ্য
- Published by:Rachana Majumder
- local18
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman News: চদর-বদর বা চদর-বাঁধনি হল ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম, দিনাজপুর ও বর্ধমানের কিছু অঞ্চলে প্রচলিত এক আদিবাসী পুতুলনাচের ঐতিহ্য।
advertisement
1/5

চদর-বদর বা চদর-বাঁধনি হল ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বীরভূম, দিনাজপুর ও বর্ধমানের কিছু অঞ্চলে প্রচলিত এক আদিবাসী পুতুলনাচের ঐতিহ্য। এটি সুতোয় বাঁধা পুতুলের নাচ, যেখানে দু-টি সারিতে সাজানো পুতুল মুখোমুখি অবস্থায় নৃত্য ও বাদ্যযন্ত্র পরিবেশন করে। এক সারিতে থাকে আদিবাসী নারীদের নৃত্যদল, অন্য সারিতে মাদল–ঢোল বাজানো শিল্পী-পুতুল।
advertisement
2/5
এই লোকশিল্পের ‘চদর-বদর’ নামটির উৎস চাদর ও বাঁধনি শব্দ থেকে,চাদর মানে কাপড় এবং বাঁধনি মানে বাঁধা। পুতুলনাচের কাঠামো কাপড় দিয়ে বাঁধা থাকে বলেই এই নাম। পুতুলগুলি সাধারণত ৭–৮ ইঞ্চি লম্বা এবং বেল, জাম, শিরিষ প্রভৃতি কাঠ দিয়ে তৈরি হয়। পরে রঙিন কাপড়, অলংকার ও পুঁতির মালা দিয়ে সাজানো হয়।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
আদিবাসী নারীদের নাচের পোশাক যেমন হয়, একই ঢঙে পুতুলগুলো সাজানো হয়। একটি পায়াওয়ালা কাঠের উপর বাঁশের মাচা তৈরি করে মঞ্চ বানানো হয়। উপরে গোলাকার ছাউনি এবং চারদিকে লাল চাদরে ঢাকা থাকে, যা নাচের সময় সরিয়ে দেওয়া হয়।
advertisement
4/5
মঞ্চের নীচে থাকে সূক্ষ্ণ লিভার ব্যবস্থা। শিল্পীর আঙুলে প্যাঁচানো সুতো দিয়ে সেই লিভার টানলে পুতুলগুলি বিভিন্ন ভঙ্গিমায় নাচতে শুরু করে। ধামসা, মাদল, হারমোনিয়াম ও আদিবাসী সুরে পুতুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে নাচানো হয়, যা দর্শকদের প্রধান আকর্ষণ।
advertisement
5/5
চদর-বদর আজ ধীরে ধীরে বিলুপ্তির পথে। তবুও পূর্ব বর্ধমানের আউশগ্রামের কয়েকটি গ্রাম এখনও এই ঐতিহ্যকে ধরে রেখেছে। বিশেষত দুর্গাপুজোর আগে এখনও স্থানীয় শিল্পীরা এই পুতুলনাচ পরিবেশন করেন, যা অঞ্চলটির আদিবাসী লোকসংস্কৃতির জীবন্ত স্মৃতি।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রাচীন জনজাতি পুতুলনাচ চদর-বদর, আউশগ্রামে এখনও টিকে আছে এই ঐতিহ্য