TRENDING:

হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto...! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি...! আঙুল উঠল স্কুলের দিদিমণির দিকে, কী বলছেন শিক্ষিকা?

Last Updated:
East Bardhaman News: কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল সন্দেহ ও ক্ষোভ। অবশেষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে এলাকাবাসীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন স্কুলেরই কর্মরত দিদিমণি আঞ্জুম নারা বিবির বিরুদ্ধে।
advertisement
1/5
হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto...! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি...!
কাটোয়ার গাঙ্গুলিডাঙা শিশু শিক্ষা কেন্দ্রে দিনকে দিন কমে যাচ্ছে পড়ুয়াদের ব্যবহারের থালা-বাসন, বসার সতরঞ্চি, পোস্টার-ব্যানার সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। স্কুলের দ্রব্য উধাও হওয়ার এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরেই বাড়ছিল সন্দেহ ও ক্ষোভ। অবশেষে বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে এলাকাবাসীরা প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন স্কুলেরই কর্মরত দিদিমণি আঞ্জুম নারা বিবির বিরুদ্ধে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
অভিযোগকারীদের দাবি, দিদিমণি দায়িত্ব নেওয়ার পর থেকেই স্কুলের জিনিসপত্র অদৃশ্য হওয়ার ঘটনা বেড়েছে। দিনে দিনে কমে যাচ্ছে খাবার থালা-বাসন, পড়ুয়াদের ব্যবহারের সামগ্রীও। এই পরিস্থিতিতে স্থানীয়রা দাবি তোলেন স্কুলের সামগ্রী বাইরে পাচার করা হচ্ছে। এই সন্দেহ থেকেই এদিন উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
স্থানীয় বাসিন্দা মর্জিনা বিবি জানান, তিনি নিজের চোখে দেখেছেন দিদিমণিকে অফিসঘর থেকে বিভিন্ন সামগ্রী টোটোর মধ্যে তুলে রাখতে। তাঁর কথায়, “আমি দেখেছি পোস্টার, ব্যানার, বাচ্চাদের বসার সতরঞ্চি সব উঠছে টোটোতে। প্রথমে ভেবেছিলাম নতুন জিনিস এসেছে। পরে দেখি মাল বোঝাই টোটোটা স্পিডে স্কুল থেকে বেরিয়ে গেল।” মর্জিনার দাবি, আরও কয়েকজন গ্রামবাসী একই দৃশ্য প্রত্যক্ষ করেছেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
যদিও অভিযোগ খারিজ করেছেন অভিযুক্ত দিদিমণি আঞ্জুম নারা বিবি। তাঁর বক্তব্য, “সমস্ত অভিযোগই ফালতু। প্রমাণ-সাক্ষী দেখাতে হবে। শুধু মুখে বলে দিলেই হবে না।” তাঁর এই দাবি ঘিরে আরও বিতর্ক তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। অভিযোগ প্রসঙ্গে দিদিমণির দৃঢ় অস্বীকার পরিস্থিতিকে আরও ঘোরালো করেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিভাবকরা দাবি করছেন দ্রুত তদন্ত হোক, দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হোক। স্কুলের সামগ্রী পাচার হচ্ছে কি না কিংবা অন্য কোনও দুর্নীতি চলছে কি না তা পরিষ্কার করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি তুলেছেন সকলেই।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
হঠাৎ হুশ করে বেরিয়ে যাচ্ছে Toto...! গায়েব হয়ে যাচ্ছে মিড ডে মিলের থালা, বাসন, সতরঞ্চি...! আঙুল উঠল স্কুলের দিদিমণির দিকে, কী বলছেন শিক্ষিকা?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল