TRENDING:

East Bardhaman News: অবিশ্বাস্য মনে হলেও সত্যি! এই বিদ্যালয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা

Last Updated:
East Bardhaman News: দেশের সংসদ নয়, বরং পূর্ব বর্ধমানের এক নিভৃত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল হাই-প্রোফাইল ‘শপথ গ্রহণ অনুষ্ঠান’।এই বিদ্যালয়ে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা!
advertisement
1/5
অবিশ্বাস্য মনে হলেও সত্যি! এই বিদ্যালয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা
দেশের সংসদ নয়, বরং পূর্ব বর্ধমানের এক নিভৃত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হয়ে গেল হাই-প্রোফাইল ‘শপথ গ্রহণ অনুষ্ঠান’। এই বিদ্যালয়ে শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা! ভাবছেন তো এও কি ভাবে সম্ভব? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যি। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/5
রাজ্যজুড়ে পালিত হচ্ছে ‘শিক্ষার্থী সপ্তাহ’। এই বিশেষ সপ্তাহের দ্বিতীয় দিনে সগরাই প্রাথমিক বিদ্যালয়ে আয়োজন করা হয়েছিল এক অভিনব কর্মসূচি ‘শিশু সংসদ’ গঠন। নিছক খেলাধুলা নয়, বরং পড়াশোনার পাশাপাশি খুদে পড়ুয়াদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত করতেই এই উদ্যোগ।
advertisement
3/5
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত সগরাই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিশেষ কর্মসূচি। এদিন বিদ্যালয়ে গঠন করা হল শিশু সংসদ।কর্মসূচির অংশ হিসেবে শিশু সংসদের বিভিন্ন মন্ত্রী ও মন্ত্রী পরিষদ নির্বাচন করা হয়। সদস্য নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ববোধ, দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চা গড়ে তোলার উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এরপর শিশু সংসদের সদস্যদের শপথবাক্য পাঠ করানো হয়।
advertisement
4/5
অনুষ্ঠান চলাকালীন শিশু সংসদ গঠন ও শপথ গ্রহণ পর্বের ছবি বিনিময় করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থী সপ্তাহের মাধ্যমে ছাত্রছাত্রীদের সামাজিক ও নৈতিক বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
advertisement
5/5
এই কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের মধ্যে নেতৃত্ববোধ ও দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদী সকলে।(ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: অবিশ্বাস্য মনে হলেও সত্যি! এই বিদ্যালয়ে শপথ নিলেন প্রধানমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল