East Bardhaman Gift Idea: বিয়ের বাজারে হাজির নতুন উপহার, হাতে পেলেই খুশিতে গদগদ হয়ে যাবে নবদম্পতি! শিল্পীর কাজ বাজার কাঁপাচ্ছে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
East Bardhaman Gift Idea: বিয়ের মরশুমে উপহার দেওয়ার জন্য যেমন সুন্দর, তেমনই ঘর সাজানোর জন্যও এই শোলার শোপিস হতে পারে একেবারে ভিন্নধর্মী পছন্দ।
advertisement
1/5

বনকাপাসি গ্রামকে এখন অনেকেই চেনেন ‘শোলাগ্রাম’ নামে। কারণ এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই প্রজন্মের পর প্রজন্ম ধরে শোলা শিল্পের সঙ্গে যুক্ত। শোলা দিয়ে ঠাকুরের সাজ, বিয়ের টোপর, মণ্ডপসজ্জা, সব মিলিয়ে এই গ্রামের শিল্পকর্মের সুনাম ছড়িয়ে পড়েছে দূরদূরান্তে। শোলার সূক্ষ্ম কাজেই গ্রামটি পরিচিতি পেয়েছে আলাদা ভাবে। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
তবে এই শোলাগ্রামেরই এক শিল্পী একটু অন্যরকম ভাবে ভাবছেন। প্রদীপ মালাকার নামের এই শিল্পী শোলার প্রচলিত সাজ ছেড়ে তৈরি করছেন অভিনব শোপিস। বোলপুর থেকে সংগ্রহ করা ছোট আকারের মাটির মা দুর্গার মুখের উপর শোলার সূক্ষ্ম কারুকাজ করে, তা কাঁচের ফ্রেমে বন্দি করে তৈরি হচ্ছে নজরকাড়া শিল্পকর্ম।
advertisement
3/5
শুধু মা দুর্গার মুখই নয়, প্রদীপ মালাকার তৈরি করছেন গরুর গাড়ি, ময়ূর সহ নানা ধরনের শোপিস। প্রতিটি কাজেই ফুটে উঠছে শোলার নিখুঁত কারুকাজ ও নতুন ভাবনার ছাপ। কাঁচের ফ্রেমে বন্দি এই শিল্পকর্ম ঘরের শোভাবর্ধনের পাশাপাশি উপহার হিসেবেও বিশেষ আকর্ষণ তৈরি করেছে।
advertisement
4/5
শিল্পী প্রদীপ মালাকার বলেন, “আমি একটু অন্যরকম ভাবে ভাবতে ভালোবাসি। সেই কারণেই শুধু শোলার সাজ না বানিয়ে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করছি।” তাঁর এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। সারা বছরই এই শোপিসের চাহিদা থাকলেও শীতের মরশুম ও বিয়ের সময় চাহিদা বেড়ে যায় অনেকটাই।
advertisement
5/5
দামের দিক থেকেও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে এই শিল্পকর্ম। ৩০০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের শোপিস পাওয়া যায় প্রদীপ মালাকারের কাছে। বিয়ের মরশুমে উপহার দেওয়ার জন্য যেমন সুন্দর, তেমনই ঘর সাজানোর জন্যও এই শোলার শোপিস হতে পারে একেবারে ভিন্নধর্মী পছন্দ। (তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman Gift Idea: বিয়ের বাজারে হাজির নতুন উপহার, হাতে পেলেই খুশিতে গদগদ হয়ে যাবে নবদম্পতি! শিল্পীর কাজ বাজার কাঁপাচ্ছে