শান্ত নদী, সবুজের ছোঁয়াচ...! বছরের শুরুতে একদিনের 'রিফ্রেশমেন্টে' পৌঁছে যান খড়ি তীরে, চমকে দেবে 'ডেস্টিনেশন'
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
East Bardhaman News: বছরের শুরুতেই পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে কার না ভালো লাগে! চান প্রকৃতির মাঝে শান্ত পরিবেশ তাহলে আপনার শীতের সেরা গন্তব্য হতে পারে এটি।
advertisement
1/6

এখন পুরানো বছরের সব ক্লান্তি ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানানোর সময়। আর বছরের শুরুতেই পরিবার বা বন্ধু-বান্ধবদের নিয়ে একটু নিরিবিলিতে সময় কাটাতে কার না ভালো লাগে! (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/6
কুয়াশায় মোরা ভোর,বেলায় হালকা রোদ,শীতের হাওয়া আর প্রিয় মানুষদের নিয়ে মেতে ওঠা আনন্দ,মজা,বনভোজনে। কিন্তু শহরের ভিড়ভাট্টা আর যানজট অনেক সময় এই আনন্দকে মাটি করে দেয় তাই যেতে চান প্রকৃতির কাছাকাছি? কিন্তু হাতের সময় মাত্র একদিন।
advertisement
3/6
তাহলে এ বছর বছরের শুরুতেই আপনার গন্তব্য হতে পারে খড়ি নদীর তীরে সবুজের ঘেরা হলদি ইকো ভিলেজ। এখানে একপাশ দিয়ে বয়ে গেছে খড়ি নদী আর তার পাশেই সবুজে ঘেরা খোলামেলা প্রাকৃতিক পরিবেশের মাঝে পিকনিক স্পট। রয়েছে বাচ্চাদের খেলার জন্য দোলনা, থাকার জন্য ছোট একটি কটেজ।
advertisement
4/6
পার্কে ঘুরতে যেতে পারেন আপনি যে কোন দিন কিন্তু পিকনিক করতে হলে আপনাকে ফোন করে আগে থেকে বুক করতে হবে স্পট। স্পট বুক করলেই এখানে আপনি পেয়ে যাবেন জলের পরিষেবাও। নিয়ে নিতে পারেন ফ্রেশ হওয়ার জন্য একটি রুমও।কিন্তু যাবেন কিভাবে?
advertisement
5/6
বর্ধমান শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার গেলে পৌঁছে যাবেন হলদি ইকো ভিলেজ পার্ক এন্ড রেস্টুরেন্টে।বর্ধমান শহর থেকে যেতে গেলে আপনাকে যেতে হবে নবাবহাট থেকে হলদি ব্রিজ পেরিয়ে মাহিনগর। একটু গেলে আপনি পৌঁছে যাবেন হলদি ইকো ভিলেজ।
advertisement
6/6
পিকনিক করতে আসা শাশ্বতী মজুমদার,রনেন শীল,তারা সরকার বলেন, শহরের কোলাহল থেকে দূরে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গা। বর্তমানে খড়ি নদী অনেকটাই সরু হয়ে গেছে কিন্তু তাও খড়ি নদীর পাশে এরকম একটা মনোরম পরিবেশে সময় কাটানোর আনন্দটাই আলাদা। (ছবি ও: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শান্ত নদী, সবুজের ছোঁয়াচ...! বছরের শুরুতে একদিনের 'রিফ্রেশমেন্টে' পৌঁছে যান খড়ি তীরে, চমকে দেবে 'ডেস্টিনেশন'