Durga Puja 2025: ফের জগন্নাথ মন্দির, এবার দুর্গাপুজোয়! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জানুন কোথায়
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sayani Sarkar
Last Updated:
ফের দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী! জোর কদমে চলছে তার প্রস্তুতি। তবে দিঘায় নয়, এবার এই মন্দির উদ্বোধন করবেন এই জেলায়
advertisement
1/5

ফের দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী! জোর কদমে চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে দিঘায় নয়, এই মন্দির উদ্বোধন করবেন তিনি পূর্ব বর্ধমানে। (চিত্র ও তথ্য সূত্র : সায়নী সরকার)
advertisement
2/5
পূর্ব বর্ধমানের খন্ডঘোষের হংসরাজ ক্লাব তাদের এই বছরের থিম দিঘার জগন্নাথ মন্দির। প্রায় ছয় লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে এই মন্ডপ জানান পুজোর উদ্যোক্তারা। এই মণ্ডপ টেক্কা দিতে পারে শহরের যেকোনও বড় ক্লাবের পুজোকে। শুধু মন্দির নয় দেবীকে এখানে জগন্নাথ দেবের মূর্তি আদলে রূপ দেওয়া হয়েছে। সম্ভবত আগামী ২১ তারিখ এই মণ্ডপ ভার্চুয়াল উদ্ধোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
3/5
সরকারি অনুদানের টাকায় তৈরি হচ্ছে এই মণ্ডপ তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করতে এবং সাধারণ মানুষকে দিঘার জগন্নাথ মন্দির দেখার সুযোগ করে দিতে এই বিশেষ উদ্যোগ বলে জানান তারা। সভাপতি অমিত পাকুই বলেন, "মুখ্যমন্ত্রী পুজোর জন্য অনুদান দিচ্ছেন যাতে আমাদের মত ছোট ক্লাবগুলিও ভাল করে দুর্গাপুজো করতে পারে। আর সম্প্রতি দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে কিন্তু অনেকেই সেই মন্দির দর্শন করতে যেতে পারেননি। আমরা চাই সকলেই দিঘার জগন্নাথ মন্দির দর্শন করুক।"
advertisement
4/5
পুজো চার দিন থাকে নানা সংস্কৃতি অনুষ্ঠান, বসবে মেলা, পাশাপাশি ক্লাবের পক্ষ থেকে এলাকার গরিব দুঃস্থ বাচ্চাদের পুজোর উপহার হিসাবে তুলে দেওয়া হবে নতুন পোশাক।
advertisement
5/5
উদ্যোক্তাদের কাছে জানা যায়, গরিব মানুষেরা পুরির জগন্নাথ মন্দির দর্শন করতে পারেনা আর্থিক সমস্যার জন্য, সেই কারণে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করেছেন বাংলার মানুষদের জগন্নাথ দর্শন করার সুযোগ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় আমরাও তাকে অনুসরণ করে এ বছরে দুর্গাপূজা মণ্ডপ দিঘা জগন্নাথ মন্দিরে আদলে তৈরি করছি, যাতে এলাকার মানুষ দর্শন করতে পারে। (চিত্র ও তথ্য সূত্র : সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ফের জগন্নাথ মন্দির, এবার দুর্গাপুজোয়! উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, জানুন কোথায়