TRENDING:

East Bardhaman News: বর্ধমানের স্কুল পড়ুয়াদের কাছে দারুণ সুযোগ! কন্যাশ্রীর ছাত্রীরা খতিয়ে দেখলেন পুলিশ-প্রশাসনের কাজ, জানতে পারলেন অনেক কিছু

Last Updated:
East Bardhaman News: এদিন জেলাশাসক দীর্ঘক্ষণ এই ছাত্রীদের সঙ্গে কথা বলেন। জেলাশাসকের ভূমিকা কী, তাঁকে কী কী কাজ করতে হয়, সেই বিষয়ে ছাত্রীদের কাছ থেকে জানতে চান তিনি। বিক্ষিপ্তভাবে ছাত্রীরা উত্তর দেন। এরপর জেলাশাসক নিজের কাজ সম্পর্কে তাঁদের অতি সংক্ষিপ্ত ধারণা দেন।
advertisement
1/6
বর্ধমানের কন্যাশ্রীর ছাত্রীরা খতিয়ে দেখলেন পুলিশ-প্রশাসনের কাজ! জানতে পারলেন অনেক কিছু
জেলা প্রশাসনের দফতরে হঠাৎ হাজির স্কুল পড়ুয়ারা। তাঁরা খতিয়ে দেখল বিভিন্ন কাজকর্ম। পুলিশ ও প্রশাসনের কাজকর্ম কীভাবে চলে, সেটাই ভাল করে দেখল পূর্ব বর্ধমানের ৩টি স্কুলের কন্যাশ্রী ক্লাবের মোট ১০ জন অষ্টম ও নবম শ্রেণির ছাত্রীরা। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
advertisement
2/6
এদিন তাঁদের সবকিছু ঘুরিয়ে দেখানো হল। বর্ধমানের পরিবহণ দফতরে কন্যাশ্রীর এই ছাত্রীদের গাড়ি চালানোর নিয়ম কানুন সহ বিভিন্ন বিষয়ে জানান জেলা পরিবহণ আধিকারিক লিপন তালুকদার।
advertisement
3/6
পরিবহণ দফতরের পর জেলা কন্যাশ্রী দফতর, অতিরিক্ত জেলাশাসকদের দফতর, জেলাশাসকের দফতর, মহিলা থানা প্রভৃতি ঘুরিয়ে দেখানো হয়। অতিরিক্ত জেলাশাসক (এডুকেশন) ছাত্রীদের জীবনের লক্ষ্য সম্পর্কে জিজ্ঞাসা করেন।
advertisement
4/6
এদিন জেলাশাসক দীর্ঘক্ষণ এই ছাত্রীদের সঙ্গে কথা বলেন। জেলাশাসকের ভূমিকা কী, তাঁকে কী কী কাজ করতে হয়, সেই বিষয়ে ছাত্রীদের কাছ থেকে জানতে চান তিনি। বিক্ষিপ্তভাবে ছাত্রীরা উত্তর দেন। এরপর জেলাশাসক নিজের কাজ সম্পর্কে তাঁদের অতি সংক্ষিপ্ত ধারণা দেন। ছাত্রছাত্রীদের জন্য চালু রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রকল্প সম্পর্কে জানান।
advertisement
5/6
এদিন তিনি ছাত্রীদের জীবনের লক্ষ্য স্থির করার পরামর্শ দেন। জীবনে কী হতে চায় সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা তৈরি করা এবং সেই লক্ষ্যে স্থির থেকে এগিয়ে চলার উপদেশ দেন। এর পাশাপাশি এলাকায় নাবালিকা বিয়ে রোধ করা সহ এলাকার যেকোনও সমস্যা এবং কোনও বিষয় সম্পর্কে অভিযোগ থাকলে সরাসরি তা বিডিও এবং জেলাশাসকের কাছে জানানোর জন্য ছাত্রীদের বলেন জেলাশাসক।
advertisement
6/6
এদিন ছাত্রীদের সাহসী হওয়ার উপদেশ দিয়ে জেলাশাসক বলেন, কোনও অন্যায় মুখ বুজে সহ্য করবে না, প্রতিবাদ করবে। অসুবিধা হলে প্রশাসন সবসময় তোমাদের পাশে আছে। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমানের স্কুল পড়ুয়াদের কাছে দারুণ সুযোগ! কন্যাশ্রীর ছাত্রীরা খতিয়ে দেখলেন পুলিশ-প্রশাসনের কাজ, জানতে পারলেন অনেক কিছু
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল