TRENDING:

বর্ষা মানে আনন্দ নয়, বর্ষা মানে ওঁদের কাছে দুশ্চিন্তা! ছবিতে দেখুন কী ভয়ানক পরিস্থিতি

Last Updated:
বর্ষা এলেই ভাঙন নতুন করে শুরু হয়, আর প্রতিবারের মতো এ বছরও সেই দৃশ্য সামনে এসেছে। গ্রামের মানুষদের কাছে বর্ষা মানেই এখন আর আনন্দ নয়, বরং দুশ্চিন্তা আর অস্থিরতা।
advertisement
1/5
বর্ষা মানে আনন্দ নয়, বর্ষা মানে ওঁদের কাছে দুশ্চিন্তা! ছবিতে দেখুন কী ভয়ানক পরিস্থিতি
পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত আবারও নদীভাঙনের আতঙ্কে কাঁপছে। বর্ষা এলেই ভাঙন নতুন করে শুরু হয়, আর প্রতিবারের মতো এ বছরও সেই দৃশ্য সামনে এসেছে। গ্রামের মানুষদের কাছে বর্ষা মানেই এখন আর আনন্দ নয়, বরং দুশ্চিন্তা আর অস্থিরতা। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
ঝাউডাঙ্গা গ্রামের বহু পরিবারের একশোরও বেশি বিঘা জমি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। চাষের জমি ভেঙে যাওয়ায় গ্রামের কৃষকদের মাথায় হাত পড়েছে। এক ফোঁটা ফসলই তাঁদের জীবিকার মূল ভরসা, আর সেই ভরসাই নদী গ্রাস করে নিচ্ছে বছর বছর। ফলে চাষের জমি হারিয়ে গ্রামীণ অর্থনীতি চরম সংকটে পড়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
এবারও ব্যতিক্রম ঘটেনি। বর্ষার জল বাড়তেই ফের শুরু হয়েছে ভাঙন। কৃষিজমির বড় একটি অংশ ইতিমধ্যেই নদীতে তলিয়ে গেছে। চোখের সামনে নিজের জমি নদীতে ভেসে যেতে দেখে গ্রামবাসীদের মন ভেঙে যাচ্ছে। আতঙ্ক আর অনিশ্চয়তা যেন প্রতিটি বাড়ির আঙিনায় ছড়িয়ে পড়েছে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
গ্রামবাসীদের দাবি, প্রশাসন দ্রুত এ বিষয়ে হস্তক্ষেপ করুক। যদি সময়মতো পদক্ষেপ নেওয়া যায়, তবে হয়তো বহু পরিবারকে সর্বনাশ থেকে রক্ষা করা সম্ভব হবে। তাঁরা মনে করেন, সঠিক উদ্যোগ নিলে ভাঙন অনেকটাই নিয়ন্ত্রণে আনা যেতে পারে। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
বছরের পর বছর ধরে এই ভাঙনের সমস্যার মুখোমুখি হচ্ছেন ঝাউডাঙ্গার মানুষ। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও স্থায়ী সমাধান মেলেনি। ফলে প্রতি বছরই নতুন করে জমি হারানোর ভয়, সংসার চালানোর অনিশ্চয়তা আর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন এখানকার মানুষজন। তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
বর্ষা মানে আনন্দ নয়, বর্ষা মানে ওঁদের কাছে দুশ্চিন্তা! ছবিতে দেখুন কী ভয়ানক পরিস্থিতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল