TRENDING:

নদীতে জাল ফেলতেই উঠে এল প্রাক-পাল যুগের মহিষমর্দিনী মূর্তি! উদ্ধারে পুলিশ পৌঁছতেই সে-কী কাণ্ড

Last Updated:
দামোদর নদ থেকে উদ্ধার প্রাক-পালযুগের মহিষমর্দিনী মূর্তি, অষ্টভূজা মহিষমর্দিনী মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়েছে এলাকাজুড়ে। গলসি থানার দাদপুর গ্রামের ঘটনা।
advertisement
1/5
নদীতে জাল ফেলতেই উঠল প্রাক-পাল যুগের মহিষমর্দিনী মূর্তি! উদ্ধারে পুলিশ পৌঁছতেই সে-কী কাণ্ড
দামোদর নদ থেকে উদ্ধার প্রাক-পালযুগের মহিষমর্দিনী মূর্তি, অষ্টভূজা মহিষমর্দিনী মূর্তি উদ্ধারকে কেন্দ্র করে আলোড়ন ছড়িয়েছে এলাকাজুড়ে। গলসি থানার দাদপুর গ্রামের ঘটনা। (ছবি ও তথ্য সূত্র: সায়নী সরকার)
advertisement
2/5
গ্রামবাসীদের প্রবল বাধা সত্ত্বেও গলসি থানার পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দোওয়ার জন্য ইতিমধ্যেই পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।
advertisement
3/5
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দামোদরে মাছ ধরতে যাওয়া কয়েকজন জেলের জালে মূর্তিটি জড়িয়ে যায়। অনেক চেষ্টা করে জাল ছিঁড়ে গেলেও মূর্তিটি রাতেরবেলায় নদীর পাড়ে আনতে ব্যর্থ হন জেলেরা।
advertisement
4/5
এরপর রবিবার সকালেই ফের তাঁরা নদীতে গিয়ে মূর্তিটি তুলে গ্রামে নিয়ে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঐতিহাসিক মূর্তিটি উদ্ধার করার চেষ্টা করে পুলিশ। কিন্তু গ্রামবাসীদের ধর্মীয় বিশ্বাসের কাছে প্রবল বাধার মুখে পড়তে হয় পুলিশকে। পরে অনেক বোঝানোর পর মূর্তিটি উদ্ধার করতে সমর্থ হয় গলসি থানার পুলিশ।
advertisement
5/5
বর্ধমান বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, মূর্তিটি প্রাক-পাল যুগের একটি দুর্লভ মহিষমর্দিনী মূর্তি। সাধারণত এই ধরনের দুর্গা বা মহিষমর্দিনী মূর্তি দেখাই যায় না। অষ্টভূজা মূর্তিটি বেলেপাথরের উপর নির্মিত।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
নদীতে জাল ফেলতেই উঠে এল প্রাক-পাল যুগের মহিষমর্দিনী মূর্তি! উদ্ধারে পুলিশ পৌঁছতেই সে-কী কাণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল