TRENDING:

Business News: ব্যবসায় সামান্য বদল এনে বাজিমাত, হু-হু করে আয় বাড়ছে শিল্পীদের! পুতুলগ্রামে এবার মিলছে কাঠের আসবাব

Last Updated:
East Bardhaman Business News: বর্ধমানের নতুনগ্রাম কাঠের পুতুলের জন্য বিখ্যাত। কিন্তু এখন উপার্জন বাড়াতে আসবাব তৈরিতে মন দিয়েছেন পুতুলগ্রামের শিল্পীরা।
advertisement
1/5
ব্যবসায় সামান্য বদল, হু-হু করে আয় বাড়ছে শিল্পীদের! পুতুলগ্রামে মিলছে কাঠের আসবাবও
পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর নতুনগ্রাম বহুদিন ধরেই পরিচিত ‘কাঠপুতুলের গ্রাম’ নামে। এই গ্রামের প্রাচীন ঐতিহ্যের মূল শিকড় জড়িয়ে আছে কাঠের পেঁচা তৈরির সঙ্গে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পই নতুনগ্রামের পরিচয় বহন করে আসছে। (ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
advertisement
2/5
নতুনগ্রামের শিল্পীরা কাঠ কেটে, খোদাই করে এবং রঙের ছোঁয়ায় তৈরি করেন নানান ধরনের পুতুল। শুধুমাত্র পেঁচাই নয়, বিভিন্ন চরিত্রের কাঠপুতুল তাদের দক্ষ হাতে ফুটে ওঠে জীবন্ত রূপে। একসময় যেটুকুই তৈরি হত ঐতিহ্যগত পুতুল, এখন সেই চাহিদা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে শিল্পের পরিসর।
advertisement
3/5
সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুনগ্রামের শিল্পীরা এখন আধুনিকতার পথে হাঁটছেন। কাঠের পেঁচা তৈরির পুরোনো ধারা বজায় রাখলেও, তার পাশাপাশি যুক্ত হয়েছে নানা নতুন সৃষ্টির ভাবনা। বাজারের প্রয়োজন, ক্রেতার রুচি এবং শিল্পের নবযুগ সব মিলিয়ে পণ্যের তালিকা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে শিল্পীদের সৃজনশীলতাও।
advertisement
4/5
বর্তমানে এখানে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের কাঠের আসবাব। ডাইনিং টেবিল সেট, কাঠের চেয়ার, বড় বেঞ্চ, বুক সেলফসহ আরও অনেক নিত্যনতুন জিনিসের চাহিদা এখন চোখে পড়ার মতো। সবই তৈরি হচ্ছে গ্রামের শিল্পীদের পরিশ্রম, কৌশল এবং আধুনিক দৃষ্টিভঙ্গির মেলবন্ধনে।
advertisement
5/5
সবচেয়ে বিশেষ বিষয় হল যে আধুনিকতা এসেছে, তার মাঝেও অটুট রয়েছে পুরনো ঐতিহ্যের ছাপ। প্রতিটি আসবাবে সরল অথচ শিল্পসম্ভার ভরপুর ভাবে দেখা যায় কাঠের পেঁচার ছোঁয়া। কোথাও বুক সেলফে আঁকা পেঁচা, আবার কোথাও চেয়ারের কোণে ছোট্ট কাঠের পেঁচা, এইভাবেই নিজের শিকড়কে ধরে রেখে সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলেছে নতুনগ্রামের শিল্পীরা। (ছবি ও তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Business News: ব্যবসায় সামান্য বদল এনে বাজিমাত, হু-হু করে আয় বাড়ছে শিল্পীদের! পুতুলগ্রামে এবার মিলছে কাঠের আসবাব
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল