TRENDING:

East Bardhaman News: বর্ধমান-বোলপুর ১১৪ জাতীয় সড়কের বেহাল দশা...! আর কষ্ট নয়, হাল ফেরানোর সময়সীমা জানিয়ে দিল কর্তৃপক্ষ

Last Updated:
East Bardhaman News: পূর্ব বর্ধমান জেলার ১১৪ জাতীয় সড়ক হয়েছে উঠেছে মরণ ফাঁদ। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত। বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা।
advertisement
1/5
বর্ধমান-বোলপুর ১১৪ জাতীয় সড়কের বেহাল দশা...! আর কষ্ট নয়, জেনে নিন কবে হবে মেরামতি
পূর্ব বর্ধমান জেলার ১১৪ জাতীয় সড়ক হয়ে উঠেছে মরণ ফাঁদ। রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় রয়েছে বড় বড় গর্ত। বর্ধমান থেকে বোলপুর পর্যন্ত রাস্তার বেহাল দশা। তার মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থায় রয়েছে হলদি খড়ি ব্রিজ।
advertisement
2/5
ওড়গ্রাম, কয়রাপুর, বড়া চৌমাথা, গুসকরা স্কুল মোড় সহ কুনুর ব্রিজ ওঠার মুখের রয়েছে বড় বড় গর্ত। এছাড়াও এই কুনুর ব্রিজের শুরু থেকে শেষ অবধি বিভিন্ন জায়গায় রয়েছে খানা খন্দ।
advertisement
3/5
ভেদিয়া , বটগ্রাম, হামিরপুর এই এলাকার রাস্তাগুলো কিছুটা ভাল থাকলেও তারপরই আবার ভেদিয়ার যে অবন সেতু রয়েছে সেখানেও বড় বড় গর্ত রয়েছে।
advertisement
4/5
রাস্তাজুড়ে গর্তগুলিতে জমে গিয়েছে জল। এই জল জমে যাওয়ার কারণে পথ চলতি বাইক চালকরাও রাস্তার অবস্থা বুঝতে পারছেন না এবং মাঝে মধ্যেই ঘটতে থাকছে ছোটখাট দূর্ঘটনা।
advertisement
5/5
জাতীয় সড়ক ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দীপঙ্কর জানা বলেন, "নিয়মিত আমরা রুটিন চেকাপ করি। যে জায়গাগুলো খারাপ রয়েছে সেগুলো আমরা ঠিক করে দেব। কিছুদিন আগেও এই রাস্তায় কাজ হয়েছে তবে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা হচ্ছে। জল নিকাশীর ব্যবস্থাও করে দেওয়া হবে। নবাবহাট থেকে ভেদিয়া পর্যন্ত এখন রাস্তার দুপাশে আগাছা পরিষ্কার করার কাজ চলছে। এটা হয়ে গেলেই সামনের সপ্তাহে আমরা ওই রাস্তার কাজ শুরু করব।"
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: বর্ধমান-বোলপুর ১১৪ জাতীয় সড়কের বেহাল দশা...! আর কষ্ট নয়, হাল ফেরানোর সময়সীমা জানিয়ে দিল কর্তৃপক্ষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল