Banamohotsav: ৪ লাখ চারা বিলি...! শুধু বৃক্ষরোপণ নয়, রয়েছে এক মহৎ উদ্দেশ্য
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Banamohotsav: 'সবুজ বাঁচাও সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও' স্লোগানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মত পূর্ব বর্ধমান জেলায় বনমহোৎসব পালন করা হয়।
advertisement
1/6

দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মানুষের বিবেক। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে বাড়ছে ঘরবাড়ি কিংবা যানবাহনের সংখ্যা।কেটে ফেলা হচ্ছে গাছ, অভিনব উদ্যোগ এই জেলায়।
advertisement
2/6
বিভিন্ন জায়গায় জঙ্গল সাফ করে গড়ে উঠছে বসতি। তবে এবার বৃক্ষরোপণের মধ্য দিয়ে বিবেক জাগানোর আহ্বান জেলা জুড়ে, নেওয়া হল একাধিক কর্মসূচি।
advertisement
3/6
'সবুজ বাঁচাও সবুজ দেখাও, সবুজের মাঝে বিবেক জাগাও' স্লোগানে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার মত পূর্ব বর্ধমান জেলায় বনমহোৎসব পালন করা হয়।
advertisement
4/6
মেমারির বামুনপাড়া মোড় থেকে মেমারি এক নম্বর বিডিও অফিস প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে অন্যরা।
advertisement
5/6
শুধু বর্ণাঢ্য অনুষ্ঠান নয়, জেলা জুড়ে টায় চার লক্ষ চারা গাছ প্রদান করা হয়েছে। জেলা জুড়ে বেশ কয়েক লক্ষাধিক বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে বনবিভাগের।
advertisement
6/6
এডিএফও জানিয়েছেন, বনমহোৎসব উপলক্ষে জেলা থেকে প্রায় চার লক্ষ গাছ প্রদান করা হচ্ছে এবং মেমারির উৎসব মঞ্চ থেকে ৫০০ গাছের চারা প্রদান করা হয়। স্বাভাবিকভাবে সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন করা হয়েছে এদিন।