TRENDING:

Earn Money: বাড়ির মাটিতেই এবার হবে পদ্ম চাষ, দিনে একাধিকবার রঙ বদল, দেবে প্রচুর মুনাফা

Last Updated:
Earn Money: লক্ষ্মী পুজোয় দারুণ ডিমান্ড পদ্ম ফুলের, দিনে একাধিকবার রঙ বদলে এই পদ্ম সকলের প্রিয়৷
advertisement
1/9
বাড়ির মাটিতেই এবার হবে পদ্ম চাষ, দিনে একাধিকবার রঙ বদল, দেবে প্রচুর মুনাফা
সমস্ত দেব দেবীর পদ্ম ফুল খুব প্রিয়। তবে যে পদ্মের কথা আপনাদের আজ জানাবো, সেটি চাষ করে হতে পারেন বড়লোক।
advertisement
2/9
এই পদ্ম চাষ করতে জলাশয় লাগবে না বাড়ির বাগান অথবা ছাদ বাগানে এই পদ্ম চাষ করতে পারবেন অল্প যত্ন নিলে সারা বছর পাবেন ফুল।
advertisement
3/9
এই পদ্ম দিনে চারবার রঙ বদল করে। সকালে সাদা, দুপুরে সাদা গোলাপি মিশ্র, বিকেলে হালকা গোলাপী এবং সন্ধ্যায় গাঢ় গোলাপি রঙ ধারণ করে এই ফুলটি।
advertisement
4/9
কথা হচ্ছে স্থলপদ্ম নিয়ে। এই ফুলটি বেশ জনপ্রিয়। তবে মানুষজন শখের বসে বাগানে এই ফুল রাখেন। তাছাড়াও সব সময় এই গাছে ফুল পাওয়া যায় না।
advertisement
5/9
কিন্তু যত্ন নিলে সারাবছর ফুল পাবেন স্থলপদ্ম থেকে। মানুষের পছন্দের কারণে বাজারে চাহিদাও রয়েছে। প্রতিযোগিতাও কম। ফলে ভালো দামে বিক্রি করে লাভ করতে পারবেন।
advertisement
6/9
স্থলপদ্ম চাষ করতে চাইলে প্রথমে চারা গাছগুলি কেনার সময় স্বাস্থ্যের নজর দিতে হবে। এমন জায়গায় চারা রোপন করবেন, যাতে খুব বেশি রোদ না পায়। আবার রোদ না পেলেও এই গাছ বড় হবে না।
advertisement
7/9
স্থলপদ্ম গাছের শিকড়ের কাছে যেন সবসময় ভেজা মাটি থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কিন্তু গোড়ায় জল জমলে এই গাছ বিশেষ বড় হবে না। সারা বছর ফুলও পাবেন না।
advertisement
8/9
নিয়ম করে এই গাছে সার দিতে হবে। সরষে খোল অথবা জৈব সার নিয়মিত দিতে হবে এই গাছের গোড়ায়। মাঝেমধ্যে কীটনাশক স্প্রে করতে হবে। গাছের গোড়ায় যাতে আগাছা না জন্মায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
advertisement
9/9
ছাদবাগানে স্থলপদ্ম চাষ করতে চাইলে ১২ ইঞ্চি বা তার থেকে বড় টব কিনবেন। গ্রীষ্মকালে স্থলপদ্ম গাছে সকাল এবং বিকেলে দু'বার জল দেবেন। কিন্তু খেয়াল রাখবেন গাছের গোড়ায় যেন বেশি জল না জমে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Earn Money: বাড়ির মাটিতেই এবার হবে পদ্ম চাষ, দিনে একাধিকবার রঙ বদল, দেবে প্রচুর মুনাফা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল