সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি, কিন্তু হঠাৎ এমন হল... দেখে শিহরিত হয়ে যাবেন আপনিও
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
advertisement
1/5

<strong>দুর্গাপুর, পশ্চিম বর্ধমান :</strong> শিউড়ে ওঠার মতো দৃশ্য। চলন্ত গাড়িতে হঠাৎ আগুন। কয়েক মিনিটের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গাড়িটি। কোনওমতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন চালক, দাবি প্রত্যক্ষদর্শীদের। দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কের কাদারোড এলাকার ঘটনা। <strong>(ছবি ও তথ্য : অর্পন চক্রবর্তী)</strong>
advertisement
2/5
জানা গিয়েছে, চার চাকা গাড়িটি দুর্গাপুরের দিক থেকে আসানসোলের দিকে যাচ্ছিল। গাড়িটি সার্ভিসিং করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর। আর সেই সময়ই এমন দুর্ঘটনা। <strong>(ছবি ও তথ্য : অর্পন চক্রবর্তী)</strong>
advertisement
3/5
স্থানীয়রা বলছেন, আগুনের তীব্রতা এতটাই ছিল যে কয়েক মিনিটের মধ্যে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়। <strong>(ছবি ও তথ্য : অর্পন চক্রবর্তী)</strong>
advertisement
4/5
খবর ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুর থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের তৎপরতায় স্বাভাবিক হয় যান চলাচল। <strong>(ছবি ও তথ্য : অর্পন চক্রবর্তী)</strong>
advertisement
5/5
দমকলের আধিকারিক রাজীব ঘটক বলেন,"শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। গাড়িটি সার্ভিসিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। হতাহতের কোন খবর নেই। তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।" তবে এবিষয়ে গাড়ির মালিক মুখ খুলতে চান নি। <strong>(ছবি ও তথ্য : অর্পন চক্রবর্তী)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
সার্ভিসিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল গাড়ি, কিন্তু হঠাৎ এমন হল... দেখে শিহরিত হয়ে যাবেন আপনিও