Kali Puja 2025 : ব্রিটিশ ভারতে কয়েদিদের ভয়াবহ জীবন 'লাইভ' দেখার সুযোগ, কালীপুজোর মণ্ডপে জীবন্ত কালাপানি জেল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Kali Puja 2025 : দুর্গাপুরের মণ্ডপে এবার থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের 'কালাপানি জেল'। স্বাধীনতা সংগ্রামীদের ওপর অকথ্য অত্যাচার অভিনয় করে দেখাবেন শিল্পীরা।
advertisement
1/5

দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বিগ বাজেটের কালীপুজোর মণ্ডপে এবার থাকছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্রিটিশ ঔপনিবেশিক কারাগার 'কালাপানি জেল'। ব্রিটিশ শাসনে ওই জেলে বহু স্বাধীনতা সংগ্রামীকে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। যা ওই মণ্ডপ চত্বরের কালাপানি জেলে নাট্য অভিনয় করে দেখাবেন একাধিক শিল্পীরা। <strong>(ছবি ও তথ্য : দীপিকা সরকার)</strong>
advertisement
2/5
এমনই আকর্ষনীয় থিম করছে দুর্গাপুর স্টিল টাউনশিপের নিউটন ইয়ংস কর্ণার ক্লাব। এখানেই শেষ নয় তাঁদের মূল আকর্ষণীয় বিশাল আকারের মণ্ডপ ও প্রতিমাও দর্শনার্থীদের মুগ্ধ করে বলে দাবি পুজো উদ্যোক্তাদের। তাঁদের মণ্ডপ গড়ে উঠছে ঝাড়খণ্ডের জৈন মন্দিরের আদলে। যার উচ্চতা প্রায় ৬০ ফুটের অধিক। আর চওড়ায় প্রায় ১২০ ফুট।<span style="color: currentcolor;">নিউটন ইয়ংস কর্ণার ক্লাবের কালী পুজো এবার ৫০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। স্বর্ণ জয়ন্তী উপলক্ষে বিশাল মণ্ডপ ও কালাপানি জেলের থিম তুলে ধরা হচ্ছে। মণ্ডপ ও আকর্ষণীয় কালী প্রতিমার পাশাপাশি থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা। ইতিমধ্যেই তাঁদের আলোকসজ্জায় আলোকিত হয়ে উঠেছে এলাকা।</span>
advertisement
3/5
পুজো কমিটির সদস্য সুমন্ত মণ্ডল জানান, প্রথম থেকেই তাঁরা থিম পুজো করে আসছেন। গত কয়েক বছরে ভিক্টোরিয়া, বাহুবলী ও ইন্দোনেশিয়ার বিষ্ণু মন্দিরের আদলে মণ্ডপ গড়ে নজির গড়েছেন। বহু সংস্থা থেকে সেরার শিরোপা পেয়েছে ওই পুজো কমিটি।
advertisement
4/5
দুর্গাপুর শিল্পাঞ্চলের যেমন বিখ্যাত বিখ্যাত বিগ বাজেটের দুর্গাপুজো হয়। বহু দর্শনার্থীরা ভিন জেলা থেকে মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে ভিড় করেন। তেমনি শিল্পাঞ্চলে একাধিক বিগ বাজেটের কালী পুজোও হয়। সারা রাত ধরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন পড়ে যায় প্রতিমা ও মণ্ডপ দর্শনে।
advertisement
5/5
পুজো কমিটির কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস জানান, ওই পুজোকে কেন্দ্র করে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিশিষ্ট শিল্পীরাও আসেন। পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য একটা ছোটো মেলা বসে। কালী পুজোর রাতে বহু ভক্ত মণ্ডপে পুজো দিতে আসেন। এছাড়া প্রতিমা দর্শনে উপচে পড়া ভিড় হয়ে দর্শনার্থীদের। <strong>(ছবি ও তথ্য : দীপিকা সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025 : ব্রিটিশ ভারতে কয়েদিদের ভয়াবহ জীবন 'লাইভ' দেখার সুযোগ, কালীপুজোর মণ্ডপে জীবন্ত কালাপানি জেল