শহরের রাস্তা এখন 'তেনাদের' দখলে, তাড়াহুড়ো করলেই নির্ঘাত যমদুয়ার! দুর্গাপুরে হচ্ছেটা কী?
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
পরিত্যক্ত সরকারি জমি দখল নিয়ে খাটাল গড়ে তুলেছেন দুধ ব্যবসায়ীরা, অভিযোগ এমনটাই। তাড়াহুড়োর যাতায়াতে ঘটছে বিপদ।
advertisement
1/6

শিল্পশহর দুর্গাপুরের পথঘাট তেনাদের দখলে! তাড়াহুড়োতে পেরোতে গেলেই ঘটছে বিপদ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে কারও ভাঙছে গাড়ি, তো কারও ভাঙছে হাত পা। গুনতে হচ্ছে মোটা অঙ্কের মাশুল। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
কিন্তু দলে দলে এরা আসছে কোথা থেকে? বিষয়টি নিয়ে প্রশাসন কবে কড়া পদক্ষেপ গ্রহণ করবে, সেই আশায় দিন গুনছেন দুর্গাপুরবাসী। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
চারণভূমি ছেড়ে দুর্গাপুরের রাজপথে অবাধ বিচরণ করছে গবাদি পশুর দল। কারণ দুর্গাপুরে অবৈধভাবে গজিয়ে উঠেছে প্রায় ৮০০ এর অধিক খাটাল। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
4/6
অধিকাংশ পরিত্যক্ত সরকারি জমি দখল নিয়ে খাটাল গড়ে তুলেছে ভিন রাজ্যের দুধ ব্যবসায়ীরা, অভিযোগ এমনটাই। ওই সব গবাদিপশুর অবাধ বিচরণে বারে বারে দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
গবাদিপশুর মলমূত্রে নোংরা হচ্ছে রাস্তাঘাট। দীর্ঘদিন ধরে গবাদিপশুর জন্য পথ দুর্ঘটনা ও যানজটে অতিষ্ট হয়ে উঠেছেন শহরবাসী। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
পুলিশ প্রশাসন সহ পুরসভার দাবি, একাধিকবার নানান পদক্ষেপ গ্রহণ করে এবং খাটাল মালিকদের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা হয়নি। পুলিশ ও পুরসভা ফের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
শহরের রাস্তা এখন 'তেনাদের' দখলে, তাড়াহুড়ো করলেই নির্ঘাত যমদুয়ার! দুর্গাপুরে হচ্ছেটা কী?