TRENDING:

West Bardhaman News: টানা বৃষ্টি, নিম্নচাপ...দুর্গাপুর ব্যারেজের জলাধার থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে? জেনে নিন

Last Updated:
দুর্গাপুর ব্যারেজের জলাধার থেকে জল ছাড়ার পরিমান ক্রমশ বাড়ছে ।
advertisement
1/6
টানা বৃষ্টি, নিম্নচাপ...দুর্গাপুর ব্যারেজের জলাধার থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে? জানুন
টানা বৃষ্টির মধ্যেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বেড়েছিল ইতিমধ্যেই। শেষ আপডেট অনুযায়ী জেনে নিন দুর্গাপুর ব্যারেজের জল ছাড়ার পরিমাণ।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
2/6
বিগত বেশ কিছুদিন প্রবল বৃষ্টিপাতের জেরে পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে ক্রমাগত জল ছাড়া হয়েছে রবিবার।পাঞ্চেত ও মাইথন ড্যাম থেকে জল ছাড়া হলেই অতিরিক্ত জল নিয়ন্ত্রণ করতে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয় সোমবার। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
3/6
রবিবার রাতে দুর্গাপুর ব্যারেজ থেকে শেষ জল ছাড়ার পরিমাণ ছিল ৫৯ হাজার ৯৫০ কিউসেক। (ছবি ও তথ্য দীপিকা সরকার)
advertisement
4/6
সোমবার সকালে এই জল ছাড়ার পরিমাণ আরও খানিকটা বাড়ে। সকাল সাতটা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ ছিল ৬৬ হাজার ২০০ কিউসেক।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
5/6
এদিন দুপুর ১২ টা পর্যন্ত এই জল ছাড়ার পরিমাণ ছিল ৬৭ হাজার ১৭৫ হাজার কিউসেক। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে নিম্নমুখী এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে রয়েছে। ব্যারেজ থেকে যদি জল ছাড়ার পরিমাণ আরও বাড়ে তাহলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। (ছবি ও তথ্য : দীপিকা সরকার)
advertisement
6/6
দুর্গাপুর সেচ দফতরের আধিকারিক সঞ্জয় মজুমদার জানান, বিহার ঝাড়খণ্ডে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে রবিবার পাঞ্চেত ড্যাম থেকে ৪৮ হাজার কিউসেক জল ছাড়া হয়। পাশাপাশি মাইথন ড্যাম থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে নিম্নমুখী দুর্গাপুর ব্যারেজ থেকে সোমবার সকাল পর্যন্ত ৬৭,১৭৫ কিউসেক জল ছাড়া হয়েছে।( ছবি ও তথ্য : দীপিকা সরকার)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: টানা বৃষ্টি, নিম্নচাপ...দুর্গাপুর ব্যারেজের জলাধার থেকে কত পরিমাণ জল ছাড়া হয়েছে? জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল