Durga Puja Travel 2023: জটার দেউল! কলকাতার খুব কাছে! পুজোয় ঘুরে আসুন এই মন্দির!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Durga Puja Travel 2023: এবার পুজোয় ঘুরে আসুন ঐতিহাসিক জটার দেউলে।
advertisement
1/6

পুজোর ছুটিতে ঘুরে আসুন ঐতিহাসিক জটার দেউল। এটি জগমোহন বিশিষ্ট রেক দেউল। ১৮৬৮ খ্রিস্টাব্দে জঙ্গলের মধ্য থেকে আবিষ্কৃত হয় এই দেউল।
advertisement
2/6
দ্বাদশ শতাব্দী নাগাদ এই মন্দিরের সংস্কার করেন রাজা লহর চন্দ্র। তিনি ছিলেন শৈব। ফলে মন্দিরে শুরু হয় শিবপুজা।
advertisement
3/6
২০১১ সালে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের তরফে মন্দির চত্বরে শুরু হয় খননকাজ। এখন মন্দির ও মন্দির চত্বর ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণের অধীনে। এই মন্দির দেখতে আসেন বহু পর্যটক।
advertisement
4/6
সারা বছর এই মন্দিরে পর্যটকদের আনোগোনা লেগেই থাকে। তবে পুজোয় সেই সংখ্যা বাড়ে। রায়দিঘীর মণি নদী পেরিয়ে আরও ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির।
advertisement
5/6
এই দেউল আবিষ্কারের পর থেকে এই দেউল কখন কীভাবে তৈরি করা হয় তা নিয়ে বিতর্ক তৈরি হয় ইতিহাসবিদ ও প্রত্নত্বাত্বিকদের মধ্যে।
advertisement
6/6
তবে বিতর্ক যাই থাক সুন্দরবনের হাজার বছরের ঐতিহ্য বহণকারী এই দেউল আজও পর্যটকদের কাছে সমান আকর্ষণীয়। সেজন্য এবার পুজোয় আপনিও ঘুরে আসুন এই মন্দিরে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2023: জটার দেউল! কলকাতার খুব কাছে! পুজোয় ঘুরে আসুন এই মন্দির!