Durga Puja Travel 2023: পুজোর বেড়াতে যাওয়ার প্ল্যান? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন ঝাড়গ্রামের সহস্র লিঙ্গ শিবমন্দির
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Durga Puja 2023 Travel : ওড়িশা সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। রয়েছে নানা কাহিনী। ওড়িশা সীমানায়, এ বাংলায় রয়েছে বেশ প্রাচীন সহস্র লিঙ্গ শিবের মন্দির।
advertisement
1/5

*ঘুরতে ভালবাসেন? পুজোর ছুটিতে ঘুরে আসুন সবুজে ঘেরা জঙ্গলমহলের প্রাচীন এক মন্দির। মনস্কামনা পূরণের আশায় বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসেন এই শিবমন্দিরে।
advertisement
2/5
*ওড়িশা সংলগ্ন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা ইতিহাস। রয়েছে নানা কাহিনী। ওড়িশা সীমানায়, এ বাংলায় রয়েছে বেশ প্রাচীন সহস্র লিঙ্গ শিবের মন্দির।
advertisement
3/5
*ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকে রয়েছে এই প্রাচীন মন্দির। যা পুরনো দিনের ইতিহাসের সাক্ষী। তিরিশ ফুট উঁচু প্রাচীন মন্দিরের ভেতরে শিব লিঙ্গের অবস্থান।
advertisement
4/5
*তবে একটি নয়। এই মন্দিরে রয়েছে সহস্রলিঙ্গের অবস্থান। তাই এই মন্দিরের নাম সহস্র লিঙ্গ শিব মন্দির।
advertisement
5/5
*মন্দির থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ওড়িশা। মনস্কামনা পূরণের আশায় শুধু এ বাংলার নয় ওড়িশা থেকে বহু ভক্ত আসেন এখানে। ছুটির একটি দিনে ঘুরে আসতে পারেন সহস্র লিঙ্গ শিব মন্দিরে। সঙ্গে পাবেন জঙ্গলমহলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2023: পুজোর বেড়াতে যাওয়ার প্ল্যান? ছোট্ট ছুটিতে ঘুরে আসুন ঝাড়গ্রামের সহস্র লিঙ্গ শিবমন্দির