Durga Puja Travel 2023-Digha: ঢেলে সাজানো হচ্ছে দিঘা! পুজোয় থাকছে বিরাট চমক! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Durga Puja Travel 2023-Digha: দিঘা এবার আরও মজাদার হবে! পুজোয় থাকছে নতুন চমক
advertisement
1/8

পুজোর সময় দিঘা আসছেন? তাহলে আপনার বেড়ানোর আনন্দ দ্বিগুণ হবে। পর্যটকদের কথা মাথায় রেখে বিশেষ পদক্ষেপ দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদের।
advertisement
2/8
মেরিন ড্রাইভ রাস্তার সংস্কারের কাজ শুরু হয়েছে। দাদনপাত্রবাড় থেকে মন্দারমনি জলধা ব্রিজ পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তা মেরমতের জন্য প্রায় ৩০ লক্ষ বরাদ্দ করেছে দিঘা- শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।
advertisement
3/8
মেরিন ড্রাইভ দিঘার ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে দিয়েছে পর্যটকদের কাছে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে মেরিন ড্রাইভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
4/8
এই মেরিন ড্রাইভের আকর্ষণে বহু পর্যটক দিঘামুখী হয়েছে। কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে যাতায়াতের সমস্যায় পড়তে হয়েছে পর্যটকদের। কারণ মেরিন ড্রাইভের ভাঙাচোরা রাস্তা।
advertisement
5/8
প্রশাসন সূত্রে খবর। মেরিন ড্রাইভের নতুন রাস্তা তৈরির পর ভরা কোটালের জলোচ্ছ্বাসে নষ্ট হয়। এর ফলে মেরিন ড্রাইভ দিয়ে যাতায়াতের সময় দুর্ভোগের শিকার হতে হয়েছে পর্যটকদের।
advertisement
6/8
শুধু পর্যটকেরাই নয়। মেরিন ড্রাইভ দিয়ে দিঘা থেকে কাঁথি বা কাঁথি থেকে দিঘা যাতায়াতের সময় দুর্ভোগে পড়তে হয়েছে স্থানীয়দেরও। ফলে মেরিন ড্রাইভের রাস্তা সংস্কার বা মেরামতের জন্য দাবি উঠেছিল।
advertisement
7/8
সম্প্রতি মন্দারমনির হোটেল মালিক সংগঠনও মেরিন ড্রাইভের রাস্তা সংস্কারের দাবি জানিয়েছিল। এ নিয়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দেয়।
advertisement
8/8
পুজোর মুখেই দিঘা মেরিন ড্রাইভের রাস্তা সংস্কারের কাজ শুরু হল। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক মানস কুমার মণ্ডল বলেন, ' অর্থ বরাদ্দ করা হয়েছে এবং কাজও শুরু হয়েছে। রাস্তা সংস্কারের পাশাপাশি নিকাশি ব্যবস্থাও ঢেলে সাজানো হবে।'
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel 2023-Digha: ঢেলে সাজানো হচ্ছে দিঘা! পুজোয় থাকছে বিরাট চমক! জানুন