Durga Puja Tour 2023: নির্জন দ্বীপে সাদা বালির তট. পুজোর ছুটিতে ঘুরে আসুন ঢিল ছোঁড়া দূরত্বের এই দ্বীপে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
Durga Puja Tour 2023: বকখালিতে অনেকবার এসেছেন। আর ভালো লাগছে না। তাহলে এবার আর বকখালি নয়, পুজোর ছুটিতে ঘুরে আসুন জম্বুদ্বীপে।
advertisement
1/6

পুজোর ছুটিতে ঘুরে আসুন জম্বুদ্বীপে।ফ্রেজারগঞ্জের ৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। এই দ্বীপে যেতে হলে নৌকাই আপনার একমাত্র ভরসা।
advertisement
2/6
জম্বুদ্বীপের চারিদিকে রয়েছে সাদা বালির তট। দ্বীপের মোট আয়তন ১৯৫০ হেক্টর। বর্তমানে এটি সংরক্ষিত বনাঞ্চল। ফ্রেজারগঞ্জ থেকে এই দ্বীপে যেতে সময় লাগবে ৩০ থেকে ৪০ মিনিট।
advertisement
3/6
জম্বুদ্বীপে একসময় মাছ শুকনো করার কাজ করত মৎস্যজীবীরা। তবে উপকূলীয় আইনে এই দ্বীপে মৎস্যজীবীদের সমস্ত রকম কার্যকলাপ নিষিদ্ধ হওয়ার পর এই দ্বীপ পরিত্যক্ত হয়ে পড়ে।
advertisement
4/6
বর্তমানে বড় বড় গাছের জঙ্গলে ভরে গিয়েছে এই দ্বীপ। দ্বীপে নামতে দেওয়া হয়না কাউকে। তবে দ্বীপের চারিদিকে বোটে করে ঘুরতে পারবেন আপনিও।
advertisement
5/6
জম্বুদ্বীপে পৌঁছালে আপনি দেখতে পারবেন দিগন্ত বিস্তৃত জলরাশি। সমুদ্রের বুকে ভেসে থাকা এক দ্বীপ, লাল কাঁকড়ার সাম্রাজ্য। মাছের জগৎ।
advertisement
6/6
দ্বীপটিতে রয়েছে পরিযায়ী পাখি, ম্যানগ্রোভ জঙ্গল। এই দ্বীপে একবার এসে পৌঁছালে আর বাড়ি যেতে ইচ্ছা করবেনা আপনার। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন এই অপরূপ সুন্দর দ্বীপে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Tour 2023: নির্জন দ্বীপে সাদা বালির তট. পুজোর ছুটিতে ঘুরে আসুন ঢিল ছোঁড়া দূরত্বের এই দ্বীপে