Durga Puja 2025: বৃদ্ধাবাসে নতুন আনন্দ, খুশিতে ডগমগ 'ওঁরা'! দুর্গাপুজোয় যা করলেন হাওড়া যুবরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
খালনা আনন্দ আশ্রম বৃদ্ধাবাসের সকল আবাসিকদের এবার প্রতিমা দর্শন করতে এগিয়ে এল একদল যুবক, বার্ধক্যে এসে এই পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই দিক গুরুত্ব রেখে আমতা 'ডট ফাউন্ডেশন' এর বিশেষ উদ্যোগ।
advertisement
1/5

বৃদ্ধাশ্রমের ঠাকুমা-দাদুকে সঙ্গে নিয়ে পুজো পরিক্রমা যুবকদের! খালনা আনন্দ আশ্রম বৃদ্ধাবাসের সকল আবাসিকদের এবার প্রতিমা দর্শন করতে এগিয়ে এল একদল যুবক। বার্ধক্যে এসে এই পুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই দিক গুরুত্ব রেখে আমতা 'ডট ফাউন্ডেশন' এর বিশেষ উদ্যোগ। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/5
বৃদ্ধ বয়সে এমন স্নেহ ভালবাসায় প্রতিমা দর্শনের সুযোগ পেয়ে আপ্লুত। অতি যত্ন সহকারে টোটো করে খালনা থেকে সাবগাছতলা, নারীট,ও গাজীপুর, বেতাই, আমতা, খড়িওপ আশ্রম পর্যন্ত মণ্ডপগুলিতে পৌঁছে প্রতিমা দর্শন। সেই সঙ্গে হাসি-ঠাট্টা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে বেশ কিছুটা কাটানোর মুহূর্ত অন্য ভাবে ধরা দিলে বয়স্ক মানুষগুলি চোখে মুখে।
advertisement
3/5
পুজো মানে নতুন পোশাক খাওয়া দাওয়া সপরিবারে অনেক হৈ হুল্লোড় আনন্দে মেতে ওঠ। বাঙালির ঘরে ঘরে দুর্গাপুজোয় চেনা ছবি। যারা শৈশব থেকে পরিবারের অভিভাবক হয়ে দুর্গোৎসবা আনন্দ উৎসবে শামিল ছিলেন। দুর্গাপুজো আনন্দের সঙ্গে শৈশব থেকে একইভাবে উপভোগ করে এসেছে। কিন্তু পরিবার ছেড়ে বৃদ্ধাশ্রম ঠাঁই হতে অনেক কিছু পরিবর্তনের সঙ্গে সপরিবারে দুর্গাপুজোর উৎসবের শামিল হওয়া আজ স্মৃতির পাতায়। সেই সব মানুষের কাছে ভীষণ আনন্দের আন্তরিকতার এমন পুজো পরিক্রমার মতো অভিজ্ঞতা।
advertisement
4/5
পরিবার ছেড়ে হঠাৎ করে দুর্গাপুজোর আনন্দ তাদের কাছে অচেনা হয়ে পড়ে নানা কারণে। নিজের পরিবার ঘর ছেড়ে চার দেওয়ালের জীবন এক ঘেয়ে মনে হয়। সেই সমস্ত মানুষ এদিন পুজো পরিক্রমায় অংশগ্রহণে দারুণ আনন্দিত।
advertisement
5/5
প্রবীণ মানুষগুলি ফিরে পেল অতীতের স্মৃতি বিজড়িত দিন। সারা বছর নানা কর্মকাণ্ডের মধ্যে এমন একটা অভিজ্ঞতা, তাতে দারুন আনন্দিত ডট ফাউন্ডেশনের সকল সদস্যর। এছাড়াও খালনা আনন্দ আশ্রমের সদস্যগণ। একইসঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেয় থানা পুলিশ প্রশাসন। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বৃদ্ধাবাসে নতুন আনন্দ, খুশিতে ডগমগ 'ওঁরা'! দুর্গাপুজোয় যা করলেন হাওড়া যুবরা