Durga Puja Travel: পুজোয় ঘুরে আসুন সুন্দরবনের বনি ক্যাম্প, একবার গেলে বার বার যেতে চাইবেন, কপালে থাকলে বাঘের দেখা মিলবে
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Durga Puja Travel: পুজোর মাস মানেই ঘুরতে যাওয়ার মরশুম শুরু। আর এই সময়ে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে সুন্দরবনের বনি ক্যাম্প।
advertisement
1/6

*রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: পুজোর মাস মানেই ঘুরতে যাওয়ার মরশুম শুরু। আর এই সময়ে আপনাকে হাতছানি দিয়ে ডাকছে সুন্দরবনের বনি ক্যাম্প।
advertisement
2/6
*বনি ক্যাম্পে গেলে কপাল ভাল থাকলে বাঘের দেখা পাবেন আপনি। রায়দিঘি রেঞ্জের অধীনে এই বনি ক্যাম্প সুন্দরবনের গুরুত্বপূর্ণ একটি ক্যাম্প। এখানে প্রায়শই বাঘ আসে।
advertisement
3/6
*বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর জন্য এখানে রয়েছে জলাশয়। এই জলাশয়ে মিষ্টি জল পাওয়া যায়। এখানে অন্যান্য বন্যপ্রাণীর মতো বাঘ ও আসে জল খেতে। ফলে বাঘ দেখার সম্ভবনা খুব বেশি।
advertisement
4/6
*শিয়ালদহ থেকে ট্রেনে চেপে জয়নগর অথবা মথুরাপুরে নেমে এখানে যেতে পারবেন আপনি। জয়নগরে নামলে কৈখালিতে গাড়ি করে গিয়ে নৌকা ভাড়া করতে হবে। আর মথুরাপুরে নামলে রায়দিঘি পর্যন্ত গাড়ি করে গিয়ে নৌকা ভাড়া করতে হবে।
advertisement
5/6
*রায়দিঘি রেঞ্জের এই ক্যাম্পটি খুবই সুন্দর একটি জায়গায়। পর্যটকদের জন্য এখানে তারের জাল দিয়ে ঘেরা সুরক্ষা বলয় রয়েছে। ভিতরে রয়েছে বিভিন্ন ম্যানগ্রোভ গাছ।
advertisement
6/6
*বনি ক্যাম্পের খুব কাছেই রয়েছে কলস দ্বীপ। সেখানেও একটি ক্যাম্প রয়েছে। ফলে আপনি এই দুটি ক্যাম্প থেকেই সমগ্র সুন্দরবনের আনন্দ পেতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের ঘুরে আসুন বনি ক্যাম্প থেকে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Travel: পুজোয় ঘুরে আসুন সুন্দরবনের বনি ক্যাম্প, একবার গেলে বার বার যেতে চাইবেন, কপালে থাকলে বাঘের দেখা মিলবে