Durga Puja Immersion: 'আবার এসো মা'! দেবীর বিদায়বেলায় ভক্তদের চোখে জল, আবেগে ভাসল আট থেকে আশি! ছবিতে দেখুন
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Durga Puja Immersion: ভক্তরা জানালেন, দেবী বিদায়ের পর আবারও এক বছরের অপেক্ষা। তাই মায়ের কাছে অনেকের প্রার্থনা, ভালভাবে বছর কাটিয়ে আবারও যেন আগামী বছর দেবী মর্ত্যলোক তথা বাপের বাড়িতে ফিরে আসেন।
advertisement
1/6

এবারের মতো বিদায় নিলেন দেবী দুর্গা। বিদায়বেলায় পানিহাটি সহ গঙ্গার ঘাটগুলি ভক্তদের আবেগে ভরে উঠল। দশমীর সকাল থেকেই সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। কেউ সিঁদুরে মুখ রাঙিয়ে, কেউ প্রার্থনায় মগ্ন হয়ে মা দুর্গার শেষ দর্শনে পৌঁছন। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
advertisement
2/6
চারিদিক ঢাকের বাদ্যি ও শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। দিনভর ঘাটে ভিড় জমছে। একে একে বিভিন্ন প্রতিমা গঙ্গার বুকে পৌঁছচ্ছে। সাত পাক ঘোরানোর পর রীতি মেনে মায়ের প্রতিমা ভাসিয়ে দেওয়া হচ্ছে।
advertisement
3/6
গঙ্গার জলে প্রতিমার রঙিন প্রতিচ্ছবি ঝলমল করে উঠছে। চোখের জলে বিদায় জানাতে দেখা যাচ্ছে বহু ভক্তকে। আট থেকে আশি, সকল বয়সের মানুষের আবেগ ধরা পড়ছে।
advertisement
4/6
বিসর্জনের মুহূর্তে ভক্তদের কণ্ঠে শোনা যাচ্ছে 'আবার এসো মা'। বিদায়ের দুঃখ ও আগামীর প্রত্যাশা নিয়েই পানিহাটি গঙ্গা ঘাট সহ জেলার বিসর্জন স্থলগুলি এদিন যেন অন্য রূপ নেয়।
advertisement
5/6
ভক্তরা জানালেন, দেবী বিদায়ের পর আবারও এক বছরের অপেক্ষা। তাই মায়ের কাছে অনেকের প্রার্থনা, ভালভাবে বছর কাটিয়ে আবারও যেন আগামী বছর দেবী মর্ত্যলোক তথা বাপের বাড়িতে ফিরে আসেন।
advertisement
6/6
দেবীর বিদায়ের পর আরও প্রায় এক বছরের অপেক্ষা। বিসর্জন ঘিরে গঙ্গার ঘাটগুলিতে রয়েছে কড়া নিরাপত্তা। (ছবি ও তথ্যঃ রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Immersion: 'আবার এসো মা'! দেবীর বিদায়বেলায় ভক্তদের চোখে জল, আবেগে ভাসল আট থেকে আশি! ছবিতে দেখুন