TRENDING:

Durga Puja Guide Map: স্মার্টফোনেই মুশকিল আসান! এবারের পুজোয় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের, ঝটপট জেনে নিন

Last Updated:
Durga Puja Guide Map: প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপের উদ্বোধন করা হল। তবে এবার গাইড ম্যাপের পাশাপাশি বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি করা হবে।
advertisement
1/5
স্মার্টফোনেই মুশকিল আসান! এবারের পুজোয় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের
এবার দুর্গাপুজোয় স্মার্টফোনেই হবে মুশকিল আসান, বিশেষ উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের। এই বছর দূর্গাপুজোয় শুধু কাগজের গাইড ম্যাপের উপর ভরসা করতে হবে না। মোবাইল ফোনে এক ক্লিকেই পেয়ে যাবেন বর্ধমানের সমস্ত পুজো মণ্ডপের গাইড ম্যাপ। এছাড়াও মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। <strong>(ছবি ও তথ্যঃ সায়নী সরকার)</strong>
advertisement
2/5
প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপুজোর আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে গাইড ম্যাপের উদ্বোধন করা হল। তবে এবার গাইড ম্যাপের পাশাপাশি বিশেষ উদ্যোগও নেওয়া হয়েছে। স্মার্টফোনে একটি অ্যাপের মাধ্যমেও এই ম্যাপ দেখতে পাবেন সাধারণ মানুষ। এই নিয়ে জোরকদমে কাজ চলছে।খুব শীঘ্রই তা উদ্বোধন করা হবে।
advertisement
3/5
পুজোর গাইড ম্যাপ ছাড়াও নিরাপত্তার দিকে বিশেষ নজরদারি করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে পিঙ্ক ভ্যান, গ্রীন উইনার্স, ব্ল্যাক উইনার্স। এছাড়াও থাকবে পুলিশের বিশেষ বাইক বাহিনী। নিরাপত্তা জোরদার করতে প্রতিটি পূজা মণ্ডপে এবং রাস্তায় লাগানো হবে পর্যাপ্ত সিসি ক্যামেরা।
advertisement
4/5
এদিন জেলা পুলিশ সুপার সায়ক দাস জানান, প্রতি বছরের মতো এই বছরও পুজো গাইড ম্যাপ প্রকাশ করা হল। এর পাশাপাশি একটা অ্যাপ ডেভলপমেন্টের কাজ চলছে। এর মাধ্যমেও লোকেশনে পৌঁছতে পারবেন। অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি বলেন, শান্তিপূর্ণ পুজো কাটানোর জন্য ঢালাও পুলিশি ব্যবস্থা থাকবে। পাশাপাশি নিরাপত্তার ব্যাপারেও বিশেষ নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।
advertisement
5/5
পুজোর গাইড ম্যাপ উদ্বোধনের পাশাপাশি শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বর্ধমান থানার অধীন ৩৪৩টি পুজো কমিটিকে সংস্কৃতি লোকমঞ্চে চেক প্রদান করা হল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, জেলা পুলিশ সুপার সায়ক দাস, অতিরিক্ত পুলিশ সুপার অর্ক্য ব্যানার্জি, এএসপি ট্রাফিক সুরজিৎ দে, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিডিএ-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, চেয়ারম্যান কাকলী গুপ্ত তা সহ অন্যান্যরা। <strong>(ছবি ও তথ্যঃ সায়নী সরকার)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Guide Map: স্মার্টফোনেই মুশকিল আসান! এবারের পুজোয় বিশেষ উদ্যোগ জেলা পুলিশের, ঝটপট জেনে নিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল