Durga Puja Digha Tour: এবার পুজোয় দিঘায় জবরদস্ত খানাপিনা! প্রশাসন নিচ্ছে একগুচ্ছ ব্যবস্থা
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Durga Puja Digha Tour: পুজোর সময় দিঘার হোটেল, রেস্টুরেন্ট এবং বিভিন্ন খাবার দোকানগুলি নিয়ে বাড়তি উদ্যোগ নিল প্রশাসন।
advertisement
1/11

পুজোয় দিঘার পর্যটকদের সুস্বাস্থ্য খাবার তুলে দিতে উদ্যোগ প্রশাসন।
advertisement
2/11
দিঘার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলিতে অতর্কিত হানা দিল খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা।
advertisement
3/11
সমুদ্র মানেই বাঙালিদের প্রথম পছন্দ দিঘা। বর্তমান রাজ্য সরকারের বহুমুখী পরিকল্পনায় সেজেগুজে এ শহরের ব্র্যান্ডভ্যালু এখন আন্তর্জাতিক।
advertisement
4/11
বছরের ১২ মাসই এখানে পর্যটকদের ভিড় লেগে থাকে এখন। ছুটি বা উৎসবে সেই ভিড় বেড়ে চারগুণ হয়।
advertisement
5/11
সামনেই পুজোর ছুটি। হোটেল বুকিং এর হার দেখে, আশা করা যায় পুজোর ছুটিতে কার্যত দিঘায় পর্যটকের ঢল নামবে।
advertisement
6/11
দিঘায় সমুদ্র স্নানের পাশাপাশি, পর্যটকদের আকর্ষিত করে হোটেল রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলির বিভিন্ন ধরনের সী ফুড।
advertisement
7/11
দিঘার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলি কতখানি মেনে চলছে স্বাস্থ্যবিধি।
advertisement
8/11
পুজোর আগে ওল্ড দিঘা থেকে নিউ দিঘা। বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট ও খাবারের দোকানগুলিতে অভিযান চালায় প্রশাসনিক আধিকারিকেরা।
advertisement
9/11
অভিযানে উঠে আসে, বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে বাসি খাবার মজুত ফ্রিজে। আবার কোন কোন হোটেলে ও রেস্টুরেন্টে নিষিদ্ধ মশলাপাতির ব্যবহার।
advertisement
10/11
দিঘার বেশ কিছু হোটেল, রেস্টুরেন্ট ও খাবার দোকানগুলির খাদ্য সুরক্ষার শংসাপত্র নেই। সতর্ক করা হয় ওইসব হোটেল রেস্টুরেন্ট ও খাবার দোকান মালিকদের
advertisement
11/11
পুজোর সময় দিঘায় আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি সম্মত খাদ্য পরিবেশন করা হয় সেদিকে সজাগ দৃষ্টি প্রশাসনের।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja Digha Tour: এবার পুজোয় দিঘায় জবরদস্ত খানাপিনা! প্রশাসন নিচ্ছে একগুচ্ছ ব্যবস্থা