পকেটে টাকা না থাকলেও হবে দুর্গাপুজো! এই প্রতিমা শিল্পীদের জাদুতে মুশকিল আসান
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
এক মৃৎশিল্পী বলেন, অনেকেই ছোট করে বাড়িতে বা স্থানীয়ভাবে পুজো করতে চান। কিন্তু বেশি দামের কারণে পিছিয়ে যান। তাই আমরা চেষ্টা করছি স্বল্প খরচে সুন্দর প্রতিমা বানানোর। এতে আমরাও যেমন কাজ পাব, আবার সকল স্তরের মানুষও পুজো করতে পারবেন
advertisement
1/6

advertisement
2/6
তবে এবারে সেই চিন্তা দূর করছে নদিয়ার বিভিন্ন গ্রামের মৃৎশিল্পীরা। তাঁরা তৈরি করছেন একেবারে কম খরচের দুর্গা প্রতিমা, যা সহজেই সাধারণ মানুষের নাগালে আসবে। এবং পুজো করার মনোবাসনা পূর্ণ হবে।
advertisement
3/6
শান্তিপুর ও তার আশপাশের গ্রামে প্রতিমা গড়ার কাজ ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। জানা গেছে, ২০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে ছোট আকারের দুর্গা মূর্তি।
advertisement
4/6
এই মূর্তিগুলি সাধারণত মাটির তৈরি হলেও রঙের বাহার এবং কারুকার্যে কোনও খামতি রাখছেন না শিল্পীরা। গ্রাহকের চাহিদা অনুযায়ী কখনও শুধুমাত্র দুর্গা মূর্তি, আবার কখনও মা দুর্গা এবং তার সন্তানদের নিয়ে মূর্তি তৈরি করছেন তাঁরা।
advertisement
5/6
এক মৃৎশিল্পী বলেন, অনেকেই ছোট করে বাড়িতে বা স্থানীয়ভাবে পুজো করতে চান। কিন্তু বেশি দামের কারণে পিছিয়ে যান। তাই আমরা চেষ্টা করছি স্বল্প খরচে সুন্দর প্রতিমা বানানোর। এতে আমরাও যেমন কাজ পাব, আবার সকল স্তরের মানুষও পুজো করতে পারবেন।
advertisement
6/6
এই উদ্যোগে খুশি সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন, এখন থেকে আর পুজো করতে টাকা নিয়ে বিশেষ একটা চিন্তা করতে হবে না। নদিয়ার শিল্পীদের এই প্রচেষ্টা দুর্গাপুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলেই আশা করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পকেটে টাকা না থাকলেও হবে দুর্গাপুজো! এই প্রতিমা শিল্পীদের জাদুতে মুশকিল আসান