মণ্ডপে প্রতিবাদের ঝড়, নারীশক্তি নিয়ে বিশেষ বার্তা! কুর্নিশ জানানোর মতো থিম করছে কাঁথির 'এই' ক্লাব
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
মণ্ডপের প্রতিটি কোণ যেন এক একটি ক্যানভাস, যেখানে ফুটে উঠছে নারীর বেদনা, সংগ্রাম ও সাহসের কাহিনী
advertisement
1/6

<strong>কাঁথি, মদন মাইতিঃ</strong> সমাজে নারীর সম্মান আজও প্রশ্নের মুখে। জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে কোথাও না কোথাও অবহেলার শিকার হতে হয় তাঁদের। কখনও ভ্রূণ অবস্থাতেই শেষ হয়ে যায় তাঁদের অস্তিত্ব, কখনও আবার কণ্ঠ রোধ করা হয় তাঁদের স্বপ্নের। অথচ নারী ছাড়া কোনও সমাজ সম্পূর্ণ নয়, নারী ছাড়া কোনও সভ্যতা পূর্ণ হতে পারে না। এই বাস্তবতাকেই সামনে এনে এবারের দুর্গাপুজোয় এক অনন্য বার্তা দিতে চলেছে কাঁথির মুকুন্দপুরের ক্লাব স্বদেশভূমি।
advertisement
2/6
নারীরা প্রতিনিয়ত যে অবহেলার শিকার হন, এবারের থিম ‘নারীশক্তি’ সেটারই প্রতিচ্ছবি। পরিবার, কর্মক্ষেত্র, এমনকি সমাজের প্রতিটি স্তরে আজও নারীরা সমান মর্যাদা পান না। কখনও কন্যাভ্রূণ হত্যার মতো জঘন্য অপরাধ, কখনও ধর্ষণের মতো ভয়ঙ্কর ঘটনা, কখনও আবার সামাজিক বঞ্চনা- প্রতিটি স্তরে নারীর প্রতি অবমাননাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সেই অন্ধকার বাস্তবকে শিল্পের মাধ্যমে মণ্ডপে তুলে ধরে মানুষকে ভাবাতে চান এই পুজোর আয়োজকরা। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
3/6
মণ্ডপ সাজাতে ব্যবহার করা হবে নানান ভাস্কর্য ও মাটির মূর্তি। এগুলি বাস্তব জীবনের ঘটনাগুলিকে চোখের সামনে জীবন্ত করে তুলবে। কোথাও কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে প্রতিবাদ, কোথাও ধর্ষণের বিরুদ্ধে গর্জে ওঠা নারী, আবার কোথাও শক্তির প্রতীক হয়ে উঠবেন নারীরা। শুধু কষ্ট আর অবমাননার ছবি নয়, থাকবে নারী শক্তি ও সম্মানের পথে যাত্রার প্রতিচ্ছবিও। এভাবেই একদিকে প্রতিবাদ, অন্যদিকে আশা ও জাগরণের বার্তা পৌঁছে যাবে প্রত্যেক দর্শনার্থীর হৃদয়ে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
4/6
শিল্পীরা দিনরাত পরিশ্রম করে তুলির আঁচড় ও মাটির ছোঁয়ায় সাজিয়ে তুলছেন এই ভাবনার জগৎ। খুঁটি পুজার মধ্য দিয়ে এর চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মণ্ডপের প্রতিটি কোণ যেন এক একটি ক্যানভাস, যেখানে ফুটে উঠছে নারীর বেদনা, সংগ্রাম ও সাহসের কাহিনী। দর্শনার্থীরা যেন শুধু একটি পুজো মণ্ডপ নয়, বরং একটি সামাজিক চিত্রপটের সামনে দাঁড়াবেন। শিল্পের মাধ্যমে দেওয়া এই বার্তা আরও স্পষ্ট করে বুঝিয়ে দেবে, নারীকে অবহেলা নয়, সম্মান দিতে শিখতে হবে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
5/6
অভিনব চিন্তাভাবনা ও সাহসী থিমের জন্য প্রতি বছরই নজর কাড়ে এই ক্লাব। বিগত কয়েক বছরে একাধিকবার জেলার সেরা হওয়ার কৃতিত্বও তাঁদের ঝুলিতে রয়েছে। এই বছরও তাঁদের বিশ্বাস, নারীশক্তির মতো সমাজচেতনার বার্তা দর্শনার্থীদের মনে নাড়া দেবে। স্থানীয়দের আশা, এই উদ্যোগ আবারও জেলা সেরার আসনে বসাবে মুকুন্দপুরের স্বদেশভূমি ক্লাবকে। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
advertisement
6/6
ক্লাবের এক কর্মকর্তা শংকর আচার্য্য বলেন, 'আমাদের উদ্দেশ্য শুধুমাত্র পুজো সাজানো নয়, বরং সমাজকে একটি বার্তা দেওয়া। আমরা চাই, মানুষ যেন বোঝে নারী ছাড়া সমাজ অসম্পূর্ণ। নারীকে অবহেলা করা মানে ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দেওয়া। তাই এবারের থিমের মাধ্যমে আমরা সবাইকে শেখাতে চাই, নারীকে সম্মান দিন, তাহলেই সমাজ আলোকিত হবে'। (ছবি ও তথ্যঃ মদন মাইতি)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
মণ্ডপে প্রতিবাদের ঝড়, নারীশক্তি নিয়ে বিশেষ বার্তা! কুর্নিশ জানানোর মতো থিম করছে কাঁথির 'এই' ক্লাব