TRENDING:

Durga Puja 2025: এই মণ্ডপ দর্শনে এলে মাথা ঘুরে যাবে দর্শনার্থীদের! কোথায় আছে জানেন?

Last Updated:
Durga Puja 2025: এই মণ্ডপ দর্শনে ঘুরে যাবে মাথা ' উল্টো মণ্ডপ ', এই মণ্ডপ ছিল জেলার মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু, আন্দুল তাল-পুকুর ধার এবার ৭২ বর্ষে মণ্ডপের থিম আরও চমক।
advertisement
1/5
এই মণ্ডপ দর্শনে এলে মাথা ঘুরে যাবে দর্শনার্থীদের! কোথায় আছে জানেন?
আন্দুল: মণ্ডপ দর্শনে ঘুরে যাবে মাথা, পুজোয় উল্টো ছবি, এবারের দুর্গাপুজো অন্যতম আকর্ষণ এই মণ্ডপ। তাতেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে হাজির হচ্ছেন। উল্টো জনপদ ধরা দিয়েছে মণ্ডপে। ২০২৫ দুর্গাপুজোয় জেলায় মণ্ডপে অন্য ছবি আন্দুল তালপুকুর ধার দুর্গোৎসব মণ্ডপে। জেলর মানুষের কাছে দুর্গাপুজোর থিমের মণ্ডপ গুলির মধ্যে অন্যতম এই মণ্ডপ। প্রতিবছর আকর্ষণীয় থিম, কিন্তু এবার সম্পূর্ণ উল্টো ছবি। মণ্ডপের আগা গোড়া সমস্ত কিছুই উল্টো। আন্দুল রাজবাড়ির আদলে মণ্ডপ, কিন্তু উল্টো।
advertisement
2/5
হাওড়া জেলার ঐতিহ্য আন্দুল রাজবাড়ি, এই মণ্ডপ আন্দুল রাজবাড়ির অনুকরণে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপটি হুবহু আন্দুল রাজবাড়ির মত তৈরি করা হলেও উল্টো করে তৈরি করা হয়েছে। এখানে শুধু আন্দুল রাজবাড়ি নয়, গোটা আন্দুল জনপদ উল্টো দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু এমন উল্টো কেন ? প্রথম দর্শনেই দর্শনার্থীদের মনে জাগছে এই প্রশ্ন
advertisement
3/5
প্রতিবছর আকর্ষণীয় মণ্ডপ আন্দুল তাল-পুকুর ধার। আকর্ষণীয় থিমের জন্য দারুন জনপ্রিয়তা পেয়েছে গত কয়েক বছরে। এবার ৭২ তম বর্ষে আর আকর্ষণ। মণ্ডপের সামনের দৃশ্য আন্দুলের রাজবাড়িকে ফুটিতে তোলা হয়েছে। এমন উল্টো মণ্ডপ দেখে দর্শনার্থীদের মধ্যে দেখা দিচ্ছে কৌতুহল।
advertisement
4/5
মণ্ডপের ভিতর প্রবেশ করলে চোখে পড়বে সিলিং জুড়ে ঘন জনপদের ছবি। রেলপথ থেকে সড়ক পথ, ঘন জনবসতির জনপদ তার মাঝে জল জল করছে আন্দুল রাজবাড়ী। প্রাচীন জনপদ সম্পূর্ণ আন্দুলের দৃশ্য মণ্ডপের মধ্যে। দর্শনার্থীদের মধ্যে এতোটুকু বুঝতে অসুবিধা হচ্ছে না এই মণ্ডপ জুড়ে আন্দুল জনপদকে তুলে ধরা হয়েছে। কিন্ত গোটা মণ্ডপ উল্টো ছবিতে কেন? প্রশ্ন দর্শনার্থীদের।
advertisement
5/5
এ প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, এবার আন্দুল তাল পুকুর ধার ৭২ তম বর্ষে আন্দুল জনপদকে তুলে ধরা হয়েছে। এবারের ভাবনা ' পাখির চোখে আন্দুল ' । আসলে দূর আকাশ থেকে পাখিরা ডানায় ভর করে আকাশে ভেসে নিজের চোখে ভূপৃষ্ঠের প্রতিটি বিন্দু কেমন হতে পারে। সেই ধারণাকে দর্শনার্থীদের মধ্যে পৌঁছে দিতেই পাখির চোখে আন্দুলকে ফুটিয়ে তোলা।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: এই মণ্ডপ দর্শনে এলে মাথা ঘুরে যাবে দর্শনার্থীদের! কোথায় আছে জানেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল