TRENDING:

Durga Puja 2025: এক নজরে দেখে নিন আসানসোল শহরের সেরা ছ'টি পুজোর তথ্য!

Last Updated:
Durga Puja 2025: এক নজরে হাতের কাছে পেয়ে যাবেন আসানসোলের সেরা ছয়টি পুজো মণ্ডপের তথ্য। কোনটা আগে এবং কোনটা পরে যাবেন বেছে নিন আপনি। 
advertisement
1/6
দুর্গাপুজোয় আসানসোলে প্রতিমা দেখতে আসবেন ভাবছেন? কোন কোন মণ্ডপে যাবেন দেখে নিন এক নজরে
আসানসোল শহরের মধ্যে বিগ বাজেটের পুজো হচ্ছে ধেমোমেইন কোলিয়ারি পুজো। এবারে তাদের ৫৫ তম বর্ষ। প্রায় ৫০ লক্ষ টাকা বাজেটে দিল্লির অক্ষর ধামের আদলে পুজোর মণ্ডপ তৈরি করা হচ্ছে। এছাড়াও মন্ডপের ভিতরে থাকবে কেদারনাথ মন্দিরের সিন পাশাপাশি দর্শনার্থীদের মনোরঞ্জন করতে চন্দননগরের আলো দিয়ে সম্প্রীতি অপারেশন সিঁদুরের বিভিন্ন কার্যকলাপ ফুটিয়ে তোলা হবে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
2/6
শহরের মধ্যে বিগ বাজেটের পুজোর মধ্যে এটিও অন্যতম পুজো আপকার গার্ডেন দুর্গাপুজো। ৮৬ তম বর্ষে এবারে প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটে ফুটিয়ে তোলা হচ্ছে হিমাচল প্রদেশের বিখ্যাত একটি মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। বিভিন্ন নতুনত্ব আলোকসজ্জা দিয়ে ভরিয়ে তোলা হবে পুজোর মণ্ডপ। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
3/6
আসানসোল সেনরেলে ই ব্লকের পুজো এবার ৫৪ তম বর্ষে পদার্পণ করছে। তাদের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। এবার তাঁদের ভাবনায় ফুটিয়ে তুলছেন রাজস্থানের রাজমহলের আদলে পুজোর মণ্ডপ। বাঁশ, প্লাই সহ আরও উপকরণ দিয়ে তৈরি হচ্ছে পুজোর মণ্ডপ। এছাড়াও থাকবে বিভিন্ন আলোকসজ্জা।(ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
4/6
কল্যাণপুর আদি পুজো ৪৫ তম বর্ষে পদার্পণ করছে। এবারে তাদের ভাবনা মৃত্তিকা অর্থাৎ মাটি। তারা কুমোর পাড়ার সেই কুমোরদের জীবন কাহিনী তুলে ধরছে এবারে মণ্ডপে। বাজেট প্রায় ২২ লক্ষ টাকা। সম্পূর্ণ মণ্ডপটি খড়, টালি, মাটি, প্লাই, বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
5/6
সেনরেলের সি ব্লকের দুর্গা পুজো এবার ৫০ তম বর্ষে পদার্পণ করছে। সুবর্ণ জয়ন্তী বর্ষে ভাবনা আসামের তিরুপতি বালাজি মন্দির এর আদলে পুজোর মণ্ডপ। বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। ১০০ ফুটের সম্পূর্ণ মণ্ডপটি সাদা ও গোল্ডেন রঙ দিয়ে তৈরি করা হবে থাকবে আলোকসজ্জার বিশেষ চমক। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
advertisement
6/6
পাঁচগেছিয়া গান্ধীনগর এলাকার মহিলা দ্বারা পরিচালিত এই পুজো। এই পুজো এবার ৪১ তম বর্ষে পদার্পণ করছে। পুজোর যাবতীয় কাজ হিসাব-নিকাশ থেকে শুরু করে চাঁদা তোলা এবং পুজোর যাবতীয় কাজ এখানে মহিলারা করে থাকেন এবারে তাদের ভাবনা বেনারসের আদলে গঙ্গা আরতি ও গঙ্গাধারা নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মন্ডপ। থাকবে চন্দননগর এর বিখ্যাত আলোকসজ্জা। (ছবি ও তথ্য রিন্টু পাঁজা)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: এক নজরে দেখে নিন আসানসোল শহরের সেরা ছ'টি পুজোর তথ্য!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল