Durga Puja 2025 : সরকারি স্কুল বানিয়ে ফেলেছে কমিটি, স্কুলের ভিতরে দেবী দুর্গা! আড়ম্বরের মাঝে সরকারি শিক্ষার বার্তা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Durga Puja 2025 : সরকারি স্কুলের শিক্ষাব্যবস্থার কোনও বিকল্প নেই। সেই বার্তা নিয়ে মণ্ডপে হাজির হবেন দেবী দুর্গা। বাঁকুড়ায় অভিনব আয়োজন।
advertisement
1/6

সরকারি স্কুলকে বাঁচাতে এক বিরাট চমক বাঁকুড়ায়। সরকারি স্কুল থেকে মন উঠে গেছে অভিভাবকদের। কিন্তু আবারও ফিরে যেতে হবে সরকারি স্কুলগুলিতে। সেই জন্য শুরু হয়েছে মণ্ডপের কাজ। <strong>(ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)</strong>
advertisement
2/6
হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন। আর তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই পুজো মণ্ডপ গুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি।
advertisement
3/6
এবার পুজোয় 'আড়ম্বরে ভুলোনা ভাই, সরকারি স্কুলের বিকল্প নাই' শিরোনামে অভিনব থিম ছাতনার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যদের।
advertisement
4/6
তৈরি হচ্ছে একটি আস্ত সরকারি স্কুল। নীল সাদা এই স্কুলের দেওয়ালে থাকছে বিভিন্ন ধরনের সচেতনতা মূলক দেওয়াল চিত্র। স্কুলের ভিতরে থাকবেন মা দুর্গা।
advertisement
5/6
শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি দুলাল ব্যানার্জী বলেন, সরকারী শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই। শিশুর স্বাস্থ্যে যেমন মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই, ঠিক তেমনি শিশুর শিক্ষা ব্যবস্থায় সরকারি স্কুলের কোনও বিকল্প নেই বলে মত পুজো উদ্যোক্তাদের।
advertisement
6/6
১৭ তম বর্ষে ১০ লক্ষ টাকা বাজেটে একটি মডেল স্কুলের আদলে এই মণ্ডপ তৈরির কাজ একেবারে শেষের মুখে। (<strong>ছবি ও তথ্য - নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : সরকারি স্কুল বানিয়ে ফেলেছে কমিটি, স্কুলের ভিতরে দেবী দুর্গা! আড়ম্বরের মাঝে সরকারি শিক্ষার বার্তা