TRENDING:

পুজোর মরশুমে নিরাপত্তা নিয়ে কোন আপস নয়! জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা কোস্টগার্ডের, পর্যটকদের জন্য রইল বিশেষ বার্তা

Last Updated:
Durga Puja 2025: শুরু হয়েছে পুজোর মরশুম। এই সময়ে উপকূলে নজরদারি বাড়াচ্ছে কোস্টগার্ড। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের কর্মসূচি শুরু করেছে। জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে উপকূলরক্ষী বাহিনী।
advertisement
1/6
পুজোর মরশুমে জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা কোস্টগার্ডের! পর্যটকদের জন্য রইল বিশেষ বার্তা
শুরু হয়েছে পুজোর মরশুম। এই সময়ে উপকূলে নজরদারি বাড়াচ্ছে কোস্টগার্ড। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী তাদের কর্মসূচি শুরু করেছে। জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে উপকূলরক্ষী বাহিনী। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)।
advertisement
2/6
ইতিমধ্যে ফ্লাগ অফের মাধ্যমে একাধিক কর্মসূচির সূচনা করেছেন তাঁরা। জলপথের নিরাপত্তা সুনিশ্চিত করতে সুন্দরবনকে কেন্দ্র করে নিরাপত্তার নতুন ব্যূহ গড়া হচ্ছে। জলপথে এবছর থাকছে কড়া নজরদারি।
advertisement
3/6
নামখানা থানার ফ্রেজারগঞ্জে অমরাবতী মৌজায় ৯.২২ একর জমিতে 'মেরিটাইম রেসকিউ সেন্টার' (বিভিন্ন পরিকাঠামো-সহ উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটি) তৈরি হচ্ছে। ইতিমধ্যে সেখানে ওয়াচ টাওয়ার-সহ একাধিক কাজ করা হয়েছে।
advertisement
4/6
এদিকে নিরাপত্তা ছাড়াও সাধরণ মানুষজনের কাছে উপকূল রক্ষার গুরুত্ব সম্বন্ধে অবহিত করেছেন তাঁরা। স্থানীয় চায়ের দোকান-সহ গ্রামবাসীদের সঙ্গে এ নিয়ে তাঁরা কথাও বলেছেন। উপকূল রক্ষায় সবার সহযোগিতা চেয়েছেন তাঁরা।
advertisement
5/6
স্থানীয়ভাবে সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটিও পর্যটক-সহ স্থানীয় বাসিন্দাদের দেখতে বলেছেন তাঁরা। এ নিয়ে পুজোর আগে থেকে কর্মসূচি চলছে। পুজোর সময় আরও একাধিকবার এই কর্মসূচি পালন করা হবে।
advertisement
6/6
উপকূলকে নিরাপদে রাখতে যা কিছু করা দরকার সবকিছুই করা হবে বলে জানানো হয়েছে উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে। কমান্ড্যান্ট দীনেশ কুমারের নেতৃত্বে প্রায় ৬০ জন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তাঁরা স্থানীয় লোকজনকে এই কর্মসূচির গুরুত্ব সম্বন্ধে অবহিত করেছেন। (ছবি ও তথ্য : নবাব মল্লিক)
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
পুজোর মরশুমে নিরাপত্তা নিয়ে কোন আপস নয়! জলপথে নিশ্ছিদ্র নিরাপত্তা কোস্টগার্ডের, পর্যটকদের জন্য রইল বিশেষ বার্তা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল