TRENDING:

Durga Puja 2025 : এক সময় জীবিকা, আজ বিলুপ্তির পথে! নাইলনের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাবুই দড়ি! মা দুর্গা কী রক্ষা করবেন?

Last Updated:
Durga Puja 2025 : সভ্যতার বিলুপ্তির পথে বাবুই দড়ি। জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ অংশ বাঁচানোর তাগিদে অভিনব সাজে সেজে উঠল এই পুজো মণ্ডপ!
advertisement
1/7
এক সময় জীবিকা আজ হারিয়ে যাচ্ছে! দেবীর কাছে প্রার্থনা নিয়ে সেজে উঠল থিম
বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো। সারা বছর দেবীদুর্গার আগমনের অপেক্ষায় থাকে গোটা বঙ্গবাসী। দেবীর আরাধনায় মেতে উঠেছে জেলা পুরুলিয়াও। <strong>(ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি)</strong>
advertisement
2/7
পুরুলিয়া শহর জুড়ে একাধিক জায়গায় সার্বজনীন দুর্গাপুজো পালিত হয়ে থাকে। তাদের মধ্যে অন্যতম দেশবন্ধু রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। বহু মানুষের সমাগম হওয়া এই পুজোয়।
advertisement
3/7
এবছর তাদের পুজো ৩২ তম বর্ষে পদার্পণ করল। তাদের এ-বছরের থিম সভ্যতার বিলুপ্তির পথে পথিক বাবুই দড়ি। গোটা মন্ডপ সেজে উঠেছে বাবুই দড়ি দিয়ে।
advertisement
4/7
শহরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের বুকে এই পুজো মন্ডপ। তাই সকাল সন্ধ্যা মানুষের ঢল নেমেছে চোখে পড়ার মতো। মানুষের মনে অনেকটাই দাগ কাটছে এই পুজোর থিম। দেবী প্রতিমার মধ্যেও রয়েছে সাবেকিআনার ছাপ।
advertisement
5/7
এ বিষয়ে এই কমিটির সদস্য মিলন দত্ত বলেন, এ-বছর তাদের মূল থিম বাবুই দড়িকে কেন্দ্র করে। জঙ্গলমহলের মানুষদের জীবন জীবিকা সঙ্গে জড়িয়ে এই বাবুই দড়ি। তবে বর্তমানে নাইলন দড়ির ভিড়ে হারিয়ে যাচ্ছে এই বাবুই দড়ি। যাতে পুনরায় বাবুই দড়ির গুরুত্ব বাড়ে, সেই বার্তা পৌঁছে দিতেই তাদের এই থিমের ভাবনা।
advertisement
6/7
এ বিষয়ে এক দর্শনার্থী দীপান্বিতা সান্যাল বলেন, এ পুজো মণ্ডপে এসে তার খুবই ভাল লাগছে। খুব সুন্দর ভাবনাচিন্তা নিয়ে সেজে উঠেছে এই মন্ডপ। তিনি প্রতিবছরই এই মন্ডপে ঠাকুর দেখতে আসেন।
advertisement
7/7
বিলুপ্তির পথে বাবুই দড়ি। বর্তমানে আর সেভাবে এই দড়ির ব্যবহার হতে দেখা যায় না। ‌ একটা সময় জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষজন এই দড়ি বানিয়ে জীবন জীবিকা নির্বাহ করত। এখন সেসব অতীত। তাই বাবুই দড়ি বাঁচানোর অভিনব বার্তা নিয়ে সেজে উঠেছে এই পুজো মন্ডপ। <strong>(ছবি ও তথ্য - শর্মিষ্ঠা ব্যানার্জি)</strong>
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : এক সময় জীবিকা, আজ বিলুপ্তির পথে! নাইলনের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাবুই দড়ি! মা দুর্গা কী রক্ষা করবেন?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল