TRENDING:

Durga Puja 2025: ঠাকুর দেখতে বেরিয়ে কোথায় রাখবেন গাড়ি? কোথায় রয়েছে রেস্তোরাঁ-সহ পাবলিক টয়লেট? ছক কষে দিল কমিশনারেট

Last Updated:
Durga Puja 2025: দুর্গাপুজো দেখতে কোথায় রাখবেন গাড়ি, কোথায় রয়েছে রেস্তোরাঁ-সহ পাবলিক টয়লেট? সাহায্যে পুলিশ কমিশনারেট।
advertisement
1/7
ঠাকুর দেখতে বেরিয়ে কোথায় রাখবেন গাড়ি? কোথায় রেস্তোরাঁ-পাবলিক টয়লেট? ছক কষে দিল পুলিশ
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: কলকাতার পাশাপাশি গত কয়েক বছর ধরে দুর্গোৎসবের জাঁকজমকে নজর কেড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন পুজো। পুজোর দিনগুলিতে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে উপচে পড়ে এই মহকুমার নানা এলাকায়। দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে তাই পুজোর বিশেষ গাইডম্যাপ প্রকাশ করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট
advertisement
2/7
ভৌগোলিক গুরুত্বে ব্যারাকপুর মহকুমা একেবারে আলাদা। একদিকে কলকাতা ও বিধাননগর, অন্যদিকে কল্যাণী, আর গঙ্গার ওপারে হুগলি। মাঝখান দিয়ে চলে গিয়েছে দ্রুতগতির হাইওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে। ফলে এই এলাকাগুলিতে পুজোয় মানুষের ভিড়ও ব্যাপক হয়
advertisement
3/7
কমিশনারেট সূত্রে খবর, বিটি রোড থেকে শুরু করে কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুজোর দিনগুলোতে ব্যাপক যানজট সামলাতে হয় পুলিশকে। ডিসি (ট্র্যাফিক) অম্লানকুসুম ঘোষ জানান, ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বিশেষ ট্রাফিক নির্দেশিকা কার্যকর থাকবে এই এলাকাগুলিতে। ওই সময় ভারী ও পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। থানাভিত্তিক যান নিয়ন্ত্রণের আলাদা নির্দেশিকাও জারি করা হয়েছে
advertisement
4/7
পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে বিজ্ঞপ্তি ফ্লেক্স টাঙানো হচ্ছে। দুর্গোৎসবের ভিড়ে শিশু হারিয়ে যাওয়ার ঘটনাও ঘটে প্রায়ই। তাই এবছর পুলিশের পক্ষ থেকে শিশুদের বিশেষ পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে থাকবে অভিভাবকের ফোন নম্বর। এতে শিশুরা হারিয়ে গেলে দ্রুত পরিবারের হাতে তুলে দেওয়া সম্ভব হবে
advertisement
5/7
পুজোর ভিড় সামলাতে এক্সপ্রেসওয়ে ও মেনরোডে টহলদারি পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়ির গতির ওপরও বিশেষ নিয়ন্ত্রণ জারি থাকবে। সিসিটিভি ক্যামেরা ও সাদা পোশাকের পুলিশ দিয়ে নজরদারিও চলবে
advertisement
6/7
জানানো হয়েছে, দর্শনার্থীদের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে বিভিন্ন পুজো কেন্দ্রগুলির কাছে। ফলে পার্কিং স্পট থেকে সহজেই কাছাকাছি মণ্ডপে পৌঁছে ঠাকুর দেখা যাবে। তবে বরানগর, বেলঘরিয়া, দক্ষিণেশ্বর, ডানলপ, দমদম, নাগেরবাজার ও সোদপুর এলাকায় মেন রোডের উপর গাড়ি পার্কিং করা যাবে না
advertisement
7/7
এছাড়াও দর্শনার্থীদের সুবিধার জন্য বিটি রোড সংলগ্ন এলাকায় পাবলিক টয়লেট রয়েছে। চাইলে রেলস্টেশনগুলিতেও আছে টয়লেটের সুযোগ। আর পেটপূজোর জন্য থাকছে এই এলাকার জনপ্রিয় রেস্তোরাঁর দাদা বৌদির বিরিয়ানি, ডি বাপির বিরিয়ানি, কস্তুরী, আর্সালান-সহ একাধিক খাবারের দোকান। প্রশাসনের দাবি, এবছর দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ নজরদারি রাখা হবে, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: ঠাকুর দেখতে বেরিয়ে কোথায় রাখবেন গাড়ি? কোথায় রয়েছে রেস্তোরাঁ-সহ পাবলিক টয়লেট? ছক কষে দিল কমিশনারেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল